কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নাম ঘোষণা

মোহাম্মদ মোখবার। ছবি : সংগৃহীত
মোহাম্মদ মোখবার। ছবি : সংগৃহীত

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সোমবার মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেন তিনি।

এক বিবৃতিতে খামেনি বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী মোখবার নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে তিনি আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করবেন।

সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই আর বেঁচে নেই।

এর আগে গতকাল রোববার (১৯ মে) দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি।

বলা হচ্ছে, আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন। দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় ৪০টি দল। উদ্ধাকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও। তবে দুর্ঘটনাস্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। এ ছাড়া এ অঞ্চলটি পাহাড়-পর্বতে ভরপুর হওয়ায় দীর্ঘ ১৬ ঘণ্টার অভিযান শেষে রাইসির হেলিকপ্টারের খোঁজ পান উদ্ধার কর্মকর্তারা।

ইরানের সংবিধানের নিয়ম অনুযায়ী, কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট। সেই অনুযায়ী মোহাম্মদ মোখবারকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর নিয়ম মেনে সেটির অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা খামেনি।

ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিন যেসব জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে

রাশিয়ার সমর্থন পাবে আফগানিস্তান, নিশানায় কে?

ঢাবিতে ফ্রেন্ডশিপ একাডেমির বিশেষ কোর্স চালু

রেজিস্ট্রারের দায়িত্বে উপাচার্য, ফ্যাসিস্ট চিহ্নিত করতে কমিটি গঠন

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে : মুরাদ

যারা সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা গণতন্ত্রের বন্ধু না : মঈন খান

এনবিআর পৃথকীকরণের খসড়া অধ্যাদেশ বাতিল চান আয়কর কর্মকর্তারা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া

ঐক্য বিনষ্ট হলে গণঅভ্যুত্থানের স্বপ্ন চূর্ণ হবে : স্বপন

যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম

১০

রিমার্কের ভূয়সী প্রশংসা শিল্প সচিবের

১১

ক্ষমা চেয়ে দল ছাড়লেন আ.লীগ নেতা

১২

সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার অর্থই হয় না : টুকু

১৩

আরচারি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

১৪

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে : আমিনুল হক

১৫

পুরানা পল্টনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

১৬

ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা? যা বললেন বিসিবি সভাপতি

১৭

নোয়াখালীতে যাচ্ছিল অস্ত্রের চালান, জব্দ চট্টগ্রামে

১৮

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতের নেতৃত্বে এগিয়ে আসুন : বুলবুল 

১৯

‘পলাতক মালিকদের ধরতে রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হয়েছে’

২০
X