শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬, ১৯ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ ভবনে বসবাস, প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন। ছবি : সংগৃহীত

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আরও সোচ্চার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে থাকা প্রবাসীদের মধ্যে অবৈধ ভবনে বসবাসরতদের কঠোর বার্তা দিয়েছে তারা। অনুমোদনহীন ভবনে বসবাসরতদের ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (২০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

কুয়েত সরকার জানিয়েছে, আইনী মানদণ্ড পূরণ করে না এমন আবাসনে বসবাসরতদের ফেরত পাঠানো হবে। আবাসন প্রবিধান মেনে চলতে এবং সকল বাসিন্দার জন্য নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এসব ভবনে বসবাসরতদের জন্য নতুন কোনো আশ্রয়কেন্দ্র খোলা হবে না। কেননা বিদ্যমান আবাসনব্যবস্থার মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব।

এর আগে গত ১২ জুন কুয়েদের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৫০ জন প্রবাসীর মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৬ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া এ ঘটনায় আহত হন আরও প্রায় অর্ধশত।

সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ভবনে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। বহুতল ওই ভবনের নিচতলার গার্ড রুমে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এত ব্যাপক প্রাণহানি ঘটে।

গালফ নিউজ জানিয়েছে, সাম্প্রতিক এ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীদের নিরাপত্তাসহ সকলের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে সবশেষ এ ঘোষণা দেওয়া হলো।

জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ১৯৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন। তাদের বেশিরভাগই ভারতীয়। এ ঘটনায় এক কুয়েতি নাগরিকসহ তিন ভারতীয় ও চার মিসরীয় নাগরিককে আটক করা হয়েছে।

এদিকে কুয়েতের সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া শ্রমিকদের সকলের পরিবারকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। দেশটির আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশে সরকার এ ঘোষণা দিয়েছে। নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেবে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১০

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১১

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১২

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৩

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৪

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৬

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৭

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১৮

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১৯

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

২০
X