বৈশ্বিক চাপ থাকলেও সহসাই বন্ধ হচ্ছে না গাজা যুদ্ধ। যুদ্ধরত দুই পক্ষকে আলোচনার টেবিলে কয়েক বার বসানো হলেও নিজ নিজ অবস্থান থেকে সরতে রাজি নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও ইসরায়েল। তাই যুদ্ধ থামছেই না। এবার আরও কঠোর হবার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। এমনকি গাজা যুদ্ধের সমাপ্তি ঘটাবে এমন কোনো চুক্তিতে রাজি হবেন না বলেও উল্লেখ করেছেন নেতানিয়াহু। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
গাজায় জিম্মি থাকা কিছু বন্দিকে ফিরিয়ে আনতে সহায়তা করবে এমন একটি ‘আংশিক’ চুক্তির জন্য উন্মুক্ত থাকার ইঙ্গিতও দিয়েছেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী এটাও বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটায়, এমন কোনো চুক্তিতে রাজি হবেন না তিনি।
ইসরায়েলি মিডিয়া আউটলেট চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, লক্ষ্য হচ্ছে অপহৃতদের ফিরিয়ে আনা এবং গাজায় হামাস সরকারকে উৎখাত করা। যদিও ইসরায়েলে আগাম নির্বাচনের দাবির পাশাপাশি বন্দিদের ফিরিয়ে আনতে চুক্তির দাবি দিন দিন জোরদার হচ্ছে।
মন্তব্য করুন