নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনে ড্রোন উড়িয়ে গুপ্তরচবৃত্তির ঘনায় ক্ষমা চেয়েছে কানাডা অলিম্পিক কমিটি। নিউজিল্যান্ড নারী অলিম্পিক দল অভিযোগ করেছে যে, কানাডা নারী ফুটবল দলের এক সদস্য অনুশীলনের সময় ড্রোন উড়িয়ে তথ্য চুরির করেছেন।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া নারী ফুটবলের ‘এ’ গ্রুপের ম্যাচে দল দুটি মুখোমুখী হবে। তার আগে সেইন্ট এতিয়েনেতে নিউজিল্যান্ডের অনুশীলন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। ওই ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে নিউজিল্যান্ড অলিম্পিক কমিটি পুলিশের কাছে নালিশ করেছে। পরবর্তীতে কানাডা অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে যে, কানাডার সাপোর্ট টিমের নন-এ্যাক্রিডিটেড মেম্বার এ কাজ করেছেন। যে কারণে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
দুঃখপ্রকাশ করা বার্তায় উল্লেখ করা হয়, ‘কানাডিয়ান অলিম্পিক কমিটি স্বচ্ছ প্রক্রিয়ায় খেলার পক্ষে দাঁড়িয়েছে। আমরা হতবাক ও হতাশ। আমরা নিউজিল্যান্ড ফুটবল সংস্থা, সকল খেলোয়াড় এবং নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির কাছে আমাদের আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি।’
মন্তব্য করুন