বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
মুজাহিদুল ইসলাম
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জেন-জিদের ক্ষোভে পুড়ছে বিশ্ব, একের পর এক সরকার পতন

বাংলাদেশ ও নেপালে শিক্ষার্থী আন্দোলনের কয়েকটি দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও নেপালে শিক্ষার্থী আন্দোলনের কয়েকটি দৃশ্য। ছবি : সংগৃহীত

এক সময় তরুণ প্রজন্মকে রাজনীতির মাঠে কেবল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। রাজনৈতিক নেতাদের কাছে তারা ছিল স্লোগান দেওয়া বা মিছিল-সমাবেশ ভরাট করার যন্ত্র মাত্র। কিন্তু সময় বদলেছে। আজকের প্রজন্ম—যাদের আমরা জেন-জি নামে চিনি—তারা আর নিছক দর্শক নয়, বরং নিজের ভবিষ্যৎ রক্ষায় তারা রাস্তায় নেমে এসেছে। দুর্নীতি, স্বেচ্ছাচার আর অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ এতটাই শক্তিশালী, তা সরকারকেও নাড়িয়ে দিচ্ছে এবং শাসকগোষ্ঠীকে বাধ্য করছে পিছু হটতে।

বাংলাদেশেই তার বাস্তব উদাহরণ দেখা গেছে গত বছরের জুলাই মাসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জোয়ারে শেখ হাসিনার দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন হোঁচট খেয়েছিল। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্রদের পদধ্বনিতে কেঁপে উঠেছিল দেশ। অচল হয়ে পড়েছিল প্রশাসন, আর শেষমেশ পতনের মুখ দেখতে হয় সরকারকে।

এবার সেই উত্তাল ঢেউ এসে আছড়ে পড়েছে প্রতিবেশী দেশ নেপালে। সেখানে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি হঠাৎ করেই ফেসবুক, ইউটিউব, এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধের ঘোষণা দেন। অথচ নেপালে প্রায় দুই কোটির কাছাকাছি মানুষ এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে, যাদের একটি বড় অংশ ব্যবসা-বাণিজ্য এবং জীবিকার জন্য নির্ভরশীল। ফলে রাতারাতি হাজারো মানুষের জীবিকা বিপন্ন হয়ে পড়ে। ক্ষোভ জমতে থাকে, আর সেই ক্ষোভই দ্রুত দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে পূর্ণমাত্রার বিক্ষোভে রূপ নেয়।

প্রথমে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই প্রতিবাদ কিছুদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। নেপালের রাজপথ রক্তে ভিজে যায়। প্রাণ যায় বহু মানুষের। তবে এই আন্দোলনকে শুধু সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার ফলাফল হিসেবে দেখা যাবে না। এর পেছনে রয়েছে বছরের পর বছর ধরে সঞ্চিত ক্ষোভ—ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি আর দমনপীড়নের বিরুদ্ধে এক সঙ্ঘবদ্ধ প্রতিরোধ।

সমালোচকরা বলছেন, সরকারের যুক্তি—‘সোশ্যাল মিডিয়া নিবন্ধিত হয়নি’—এটি আসলে কেবল অজুহাত। নেপালের চিকিৎসা খাতের বরেণ্য ব্যক্তিত্ব ডা. অরুণ সায়ামি সরাসরি সরকারের উদ্দেশে বলেছেন, ‘সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেই আপনারা ভাবেন যা খুশি তাই করতে পারবেন। কিন্তু বর্তমান তরুণ সমাজ কারও দাস নয়। রাজা জ্ঞানেন্দ্রের মতো একনায়কসুলভ আচরণ বন্ধ করুন।’ তার মতে, রাজা জ্ঞানেন্দ্রের শাসনামলের শেষের দিকে যেমন দমনপীড়নের পথ নেয়া হয়েছিল, ওলির সরকারও সেই একই ভুল করছে। আর এ কারণেই ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই আন্দোলন আসলে এক প্রজন্মের শক্তির বহিঃপ্রকাশ। আজকের জেন-জি আগের প্রজন্মের মতো নিছক আবেগ দিয়ে রাজনীতি করে না। তারা বেশি পড়াশোনা করে, বেশি জানে এবং প্রযুক্তির কারণে বিশ্ব-রাজনীতির সাথে আপডেট থাকে। তাই তাদের দমন করা এত সহজ নয়। ইতিহাস সাক্ষী—যেখানে তরুণরা পথে নেমেছে, সেখানে ক্ষমতাশালী শাসকও টিকতে পারেনি।

নেপালের এই উত্তাল আন্দোলন তাই কেবল একটি রাজনৈতিক ঘটনাই নয়; এটি এক প্রজন্মের জাগরণের প্রতীক। যাদের কণ্ঠরোধ করতে চাইলেও সম্ভব হবে না। বরং, সরকারের উচিত বলপ্রয়োগের পথ না বেছে এই প্রজন্মের সঙ্গে আলোচনার টেবিলে বসা। শান্তিপূর্ণ সমাধানের পথই পারে দেশকে স্থিতিশীলতা ফিরিয়ে দিতে। কারণ, জেন-জিরা আজ আর কারও হাতের পুতুল নয়—তারা নিজের ভাগ্যের নিয়ন্ত্রক হতে দৃঢ় প্রতিজ্ঞ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১০

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১১

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৩

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

কে এই তামিম রহমান?

১৫

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৬

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৭

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৮

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৯

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

২০
X