কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:৫৬ এএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের রেকর্ড

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। ইতিহাস গড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে স্বর্ণের দর; ২০০৮ সালের পর যা সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়। এর আগে দাম সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮ দশমিক ৬৯ ডলারে উঠেছিল।

প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে সোনা ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৪৫ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়। চলতি সপ্তাহে সোনার দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ; যা ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের সময়ের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি।

জার্মানির হেরাউস মেটালসের মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজান্ডার জুম্ফে বলেন, ‘সুদের হার কমানোর প্রত্যাশা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং ব্যাংক খাতের উদ্বেগ স্বর্ণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। তবে সাময়িকভাবে কিছুটা স্থিতি দেখা দিতে পারে।

প্রযুক্তিগত সূচকে দেখা গেছে, স্বর্ণের রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (আরএসআই) এখন ৮৮, যা ইঙ্গিত দেয় যে দাম বর্তমানে অতিরিক্ত পর্যায়ে রয়েছে।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৪ ডলারে নেমেছে। এর আগে এটি ৫৪ দশমিক ৪৭ ডলারে উঠে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। তবু সপ্তাহজুড়ে রুপার দাম বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ।

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংকগুলোর শেয়ারে বড় ধস নামায় বিশ্ব শেয়ারবাজারে চাপ পড়েছে। ফলে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার আরও এক দফা সুদের হার কমানোর পক্ষে মত দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেড ২৯-৩০ অক্টোবরের বৈঠকে ২৫ বেসিস পয়েন্ট হারে সুদ কমাতে পারে এবং ডিসেম্বরেও আরও এক দফা কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অযথা আতঙ্ক সৃষ্টির’ অভিযোগ তুলেছে এবং রপ্তানি সীমাবদ্ধতা তুলে নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে।

চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৬ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, ভূরাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় বৃদ্ধি, ডি-ডলারাইজেশন প্রবণতা এবং এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রবাহই এই ঊর্ধ্বগতির মূল কারণ।

সোসিয়েত জেনেরালের পণ্য গবেষণা বিভাগের প্রধান মাইকেল হেইগ বলেন, ‘ইটিএফ প্রবাহই এখন বাজারে স্বর্ণের দাম বাড়ার প্রধান চালিকা শক্তি।’

বিশ্বের সবচেয়ে বড় সোনাভিত্তিক ইটিএফ ‘এসপিডিআর গোল্ড ট্রাস্ট’ জানিয়েছে, বৃহস্পতিবার তাদের মজুত বেড়ে ১ হাজার ৩৪ দশমিক ৬২ টনে দাঁড়িয়েছে; যা জুলাই ২০২২ সালের পর সর্বোচ্চ।

আন্তর্জাতিক ব্যাংক এইচএসবিসি তাদের ২০২৫ সালের গড় স্বর্ণ-মূল্যপ্রত্যাশা ১০০ ডলার বাড়িয়ে আউন্সপ্রতি ৩ হাজার ৪৫৫ ডলার করেছে। ব্যাংকটির পূর্বাভাস, ২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।

অন্য মূল্যবান ধাতুর মধ্যে প্লাটিনামের দাম ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৬৪৪ দশমিক ৭৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৫৭৮ দশমিক ০৭ ডলারে নেমেছে।

দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

রুপার বাজারেও রেকর্ড দেখা গেছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা ইতিহাসে সর্বোচ্চ। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৮০২ টাকা।

সূত্র : রয়টার্স

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে গেলে শরীরের যেসব ক্ষতি হয়

সহজ ৩ টিপসে আইফোনের চার্জ থাকবে দীর্ঘসময়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবকের দেহ

রেকর্ড গড়ে গোল্ডেন বুট জিতলেন মেসি

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

নতুন বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য : কবি আবদুল হাই

দরকষাকষি করে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয় : ইসি আনোয়ারুল

৭ ধরনের মানুষের জন্য ওরস্যালাইন হতে পারে বিপদ

১০

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান 

১১

ত্রিদেশীয় সিরিজের জন্য নতুন প্রতিপক্ষ খুঁজে পেল পাকিস্তান

১২

ইসি সচিবের সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

১৩

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

হলুদিয়া জয়া!

১৫

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৩ স্যানিটারি মিস্ত্রি আহত 

১৬

৩ আফগান ক্রিকেটারের মৃত্যুর ঘটনার পর যা বললেন আফ্রিদি

১৭

মিষ্টি ও জাঙ্কফুডের লোভ কমাতে ১১ সহজ টিপস

১৮

কেন মুম্বাই ছাড়ছেন পরীণীতি?

১৯

আজ নতুন বন্ধু পাতানোর দিন

২০
X