কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে পাকিস্তান

পাকিস্তান সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
পাকিস্তান সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

সামরিক উত্তেজনার আবহে আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, সাধারণ জনগণের জন্য বাজেটে স্বস্তিমূলক ব্যবস্থাও রাখা হবে।

রোববার (২৫ মে) পাকিস্তানের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে আহসান ইকবাল বলেন, বাজেটে প্রতিরক্ষা খাতে বাড়তি বরাদ্দ বর্তমান পরিস্থিতির দাবি। তবে এ সিদ্ধান্তে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো হস্তক্ষেপ নেই।

সম্প্রতি ভারতের সঙ্গে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বেড়েছে পাকিস্তানের। বিশেষত পানিসম্পদ নিয়ে ভারতের অবস্থানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। বৈঠকে ইকবাল বলেন, ভারতের পানি আগ্রাসনের জবাব দিতে এবং জলসম্পদ রক্ষা করতে বাজেটে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি জানান, ডায়ামার-ভাশা বাঁধসহ বিভিন্ন জলসম্পদ প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পানি সংরক্ষণ, বিদ্যুৎ উৎপাদন ও কৃষি খাতের উন্নয়নে প্রযুক্তিগত সহযোগিতার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

বৈঠকে তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ চালুর ঘোষণা দেন মন্ত্রী। ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান (আইইপি)-এর মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে প্রতিনিধিদল তাদের বিভিন্ন দাবি তুলে ধরলে আহসান ইকবাল আশ্বাস দেন, বাজেটে তা বিবেচনায় নেওয়া হবে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক সাফল্যের প্রসঙ্গ টেনে আহসান ইকবাল বলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাফল্য জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তিনি বিরোধী নেতা ইমরান খানের নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন এবং বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি জোর দিয়ে বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতীয় ঐক্য ও সংহতির জন্য হুমকি হতে পারে।

বাজেট ঘোষণায় সামান্য বিলম্বের বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও ঈদুল আজহার ছুটির কারণে বাজেট পেশে বিলম্ব হচ্ছে। তবে এতে আইএমএফের কোনো চাপ বা শর্ত কার্যকর হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন তারেক রহমান ‎

নিউইয়র্কের আদালতে তোলা হচ্ছে মাদুরোকে

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

আলসার রোগীদের জন্য উপকারী কিছু পানীয়

প্রাপ্তবয়স্ক অবস্থায় যেভাবে বন্ধুত্ব গড়বেন

দেশে পরপর দুবার ভূমিকম্পের আঘাত যা বললেন আবহাওয়াবিদ পলাশ

ঘন কুয়াশায় ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বিভিন্ন সুবিধাসহ চাকরি দিচ্ছে হোন্ডা

অ্যাকাউন্টস বিভাগে নিয়োগ দিচ্ছে আবুল খায়ের গ্রুপ

১০

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১১

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে উদ্বেগ ৬ দেশের

১২

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৩

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

১৪

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

১৫

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

১৬

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

১৭

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

১৮

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৯

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

২০
X