

পাকিস্তানি তরুণীর রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছেন এক ভারতীয় অভিবাসন অফিসার। তবে কোনো রকমে ওই অফিসারের হাত থেকে মুক্তি পান পাক তরুণী। এমনটাই দাবি করেছেন তিনি।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণী ক্রমাগত কথা বলছেন।
তিনি কীভাবে ভারতীয় অভিবাসন অফিসারের পাল্লায় পড়ে ছিলেন সেই ঘটনার বর্ণনা দেন ভিডিওতে। পাকিস্তানি তরুণী বলেন, বিমানে ওঠার আগে এক ভারতীয় অভিবাসন অফিসার তাকে ক্রমাগত অবান্তর প্রশ্ন করতে থাকেন।
করাচির বাসিন্দা ওই তরুণীর দাবি, তার রূপে মুগ্ধ হয়ে ছিলেন ওই অফিসার। তরুণীর সঙ্গে হালকা মেজাজ দেখিয়েও কথা বলেন তিনি। কিন্তু কোনো কথাই কাজ সম্পর্কিত ছিল না। তরুণীকে বেশ কিছুক্ষণ দেখে ওই অফিসার জিজ্ঞাসা করেছিলেন, তরুণী কোনো বিমান সংস্থার সঙ্গে যুক্ত কি না।পাকিস্তানি তরুণী ‘না’ বলায় ভারতীয় অফিসার বলেন, ‘বেশভূষা থেকে শুরু করে দাঁড়ানোর ধরন একেবারেই আলাদা। নজর কাড়ার মতো। নিশ্চয়ই কিছু করেন।’
একপর্যায়ে তিনি তরুণীর পেশা জানতে চান। তখন পাকিস্তানি তরুণী জানান তিনি অভিনেত্রী। সাথে সাথেই ভারতীয় অফিসার বলেন, তরুণীকে তিনি একঘণ্টা অপেক্ষা করাবেন। তরুণীর দাবি, বিনা কারণে তাঁর পাসপোর্ট দেখার নাম করে সময় কাটাচ্ছিলেন অভিবাসন অফিসার। এমনকি, তাঁর সঙ্গে উর্দু ভাষায় কথা বলারও প্রস্তাব দিয়েছিলেন। ভিডিওতে ভারতীয় তরুণদের নিয়ে হাসাহাসি করতেও দেখা যায় পাকিস্তানি তরুণীকে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন