শফিকুল ইসলাম শান্ত
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানকে নিয়ে দলের মধ্যে টানাহেঁচড়া

ইমরান খান। ছবি : ‍সংগৃহীত
ইমরান খান। ছবি : ‍সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে টানাহেঁচড়া। বর্তমানে আদালতের রায়ে কারাগারে রয়েছেন ইমরান খান। এমন পরিস্থিতিতে তিনি দলের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও ইমরান খানের আইনজীবী শের আফজাল খান। তবে, আফজাল খানের দাবিকে উড়িয়ে দিয়েছে পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা জল্পনাকল্পনা ছাড়া আর কিছুই নয়।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআইর জ্যেষ্ঠ সহসভাপতি শের আফজাল খান মারওয়াত জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান পদের জন্য আসন্ন দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান খান। তবে এক বিবৃতির মাধ্যমে আফজালের এই দাবি অস্বীকার করে পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, আফজালের দাবি অস্বীকার করে দেওয়া বিবৃতিতে সরাসরি তার নাম নেয়নি পিটিআই। তবে বিষয়টি স্পষ্ট যে পিটিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতিটি আফজালের দাবিকে কেন্দ্র করেই দেওয়া হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান গেল সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন। কারাগারের বাইরে পিটিআইয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে আফজাল বলেছিলেন, আইনি নিষেধাজ্ঞাসহ অন্যান্য কারণে ইমরান দলের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি আফজাল খান আরও বলেন, ইমরান নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পিটিআই চেয়ারম্যান পদের জন্য দলীয় নির্বাচনে লড়বেন না। সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।

আফজালের এমন বক্তব্যের কয়েক ঘণ্টা পরই এক্সে একটি বিবৃতি দেয় পিটিআই। বিবৃতিতে বলা হয়, এ বিষয়ে গণমাধ্যমের জল্পনাকল্পনাকে পিটিআই দৃঢ়ভাবে অস্বীকার করে। পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে একজন জ্যেষ্ঠ নেতার দাবিও অস্বীকার করে দলটি।

বিবৃতিতে পিটিআইয়ের পক্ষ থেকে বলা হয়, দলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। দলের চেয়ারম্যান পদের নির্বাচন থেকে ইমরানকে প্রত্যাহার বা তার জায়গায় অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

পিটিআই বলেছে, দলের অভ্যন্তরীণ নির্বাচন, নির্বাচনের তারিখ ও প্রার্থী বাছাইয়ের বিষয়ে সিদ্ধান্ত হলে তা সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে জানানো হবে। তবে, আফজাল তার বক্তব্যে অটল আছেন। পিটিআইয়ের বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি আফজাল খান আরও বলেন, দলের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে তিনি ইতোমধ্যে যা বলেছেন, তা সঠিক। পিটিআইয়ের বিবৃতিতে দেওয়া বিরোধপূর্ণ বক্তব্যের পেছনে কে আছেন, কেন এমন বিভ্রান্তিকর বিবৃতি জারি করা হলো, তা তিনি বুঝতে পারছেন না। তিনি গণমাধ্যমকে তার দেওয়া বক্তব্য যাচাই করার পরামর্শ দেন।

গেল বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়। ইমরানের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যমূলকভাবে এসব মামলা হয়েছে, যাতে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে না পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্বকে যেসব পরিবর্তন দেখলে সতর্ক হওয়া জরুরি, হতে পারে হার্টের সমস্যা!

রোহিঙ্গা যুবকের যাবজ্জীবন

নিজ বাড়িতে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ

৪ হাজার এএসআই নিয়োগে স্বরাষ্ট্রকে চিঠি, আছে অনেক শর্ত

‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক পাইলট

কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব প্রথমবারের মতো চুক্তি স্বাক্ষর

সরকারি অনুষ্ঠানে মুজিব শতবর্ষের লোগো সংবলিত লিফলেট বিতরণ

ইসলামী ব্যাংকে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবি

ফুটবলের সঙ্গে আবেগ-ভালোবাসা মিশে আছে : বাসস চেয়ারম্যান

আন্দোলনের মুখে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া নিয়ে নতুন প্রস্তাব

১০

পবিত্র কোরআন অবমাননার বিচারের দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

ব্লাড সুগার বাড়ানো থেকে রক্ষা পেতে বাদ দিন সকালের ৪ খাবার

১২

আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

১৩

শেখ হাসিনার বিষয়ে দুই দেশকে কী করতে হবে, জানালেন বিক্রম মিশ্রি

১৪

দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রীর লাশ উত্তোলন

১৫

ভালোবাসার শিখরে থেকেই বিদায় নিতে চান তাহসান

১৬

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধীর পাঁচ শতাধিক শিক্ষার্থী

১৭

বিচ্ছেদের পথে থাকে যেসব ছোট ছোট কারণ

১৮

দেশের জন্য উৎসর্গ প্রাণ, বাবার দেখা হলো না সন্তানের মুখ

১৯

সব দল একমত হলে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া সম্ভব : গোলাম পরওয়ার

২০
X