পাকিস্তানে ১০ বছরের মধ্যে ২০২৩ সালে সর্বোচ্চ আত্মঘাতী হামলা হয়েছে। এসব হামলার ঘটনায় অর্ধেকই দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিশানা করা হয়েছে। পাকিস্তানভিত্তিক চিন্তক (থিংক ট্যাংক) প্রতিষ্ঠান পিআইসিএসএস-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
পিআইসিএসএস-এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলা হয়েছে। এসব হামলায় ৩২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৫৮২ জন। এই সংখ্যাটি ২০১৪ সালের পর সর্বোচ্চ। ২০১৪ সালে এ ধরনের ৩০টি হামলা হয়েছে। এর আগের বছর ২০১৩ সালে ৪৭টি আত্মঘাতী বোমা হামলায় ৬৮৩ জন প্রাণ হারিয়েছেন।
এসব হামলার মাশুল গুনতে হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কেননা হামলায় নিহতদের ৪৮ শতাংশ এবং আহতদের ৫৮ শতাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
আত্মঘাতী হামলার এই সংখ্যা ২০২২ সালের সঙ্গে তুলনা করে দেখা গেছে, গত বছরের তুলনায় এই বছর ৯৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে এসব হামলায় নিহতের সংখ্যা ২২৬ শতাংশ এবং আহতের সংখ্যা ১০১ শতাংশ বেড়েছে।
এ ছাড়া মোট হামলার বিচারে আত্মঘাতী হামলার সংখ্যা বেড়েছে। ২০২২ সালে যেখান ৩ দশমিক ৯ শতাংশ আত্মঘাতী হামলা হয়েছে সেখানে ২০২৩ সালে এসে ৪ দশমিক ৭ শতাংশ হামলা হয়েছে।
অঞ্চল হিসেবে সর্বোচ্চ ২৩টি আত্মঘাতী হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এসব হামলায় খাইবার পাখতুনখোয়ায় ২৫৪ জন মানুষ নিহত এবং ৫১২ জন আহত হয়েছেন।
পিআইসিএসএস-এর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৪ সালের পর থেকে পাকিস্তানে আত্মঘাতী হামলার ঘটনা কমতে থাকে। ২০১৪ সালে এই ধরনের ৩০টি হামলা হলেও ২০১৯ সালে মাত্র তিনটি হামলা হয়। ২০১৯ ও ২০২০ সালেও তেমন বাড়েনি। তবে ২০২২ সালে হঠাৎ এ ধরনের হামলা বাড়তে থাকে। ওই বছর ১৫টি হামলায় ১০১ জন মানুষ প্রাণ হারান। বৃদ্ধির এই প্রবণতা ২০২৩ সালেও অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন