ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে ককপিটের দরজা খোলা রেখে ফ্লাইট পরিচালনার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে লন্ডনের হিথ্রো থেকে নিউইয়র্কের জেএফকে অভিমুখী এক ফ্লাইটে ঘটনাটি ঘটে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ওই পাইলট পরিবারের সদস্যদের ককপিট দেখানোর জন্য দরজা খুলে রেখেছিলেন। এতে যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ঘটনাটি মার্কিন কর্তৃপক্ষকে জানানো হলে পাইলটকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়।
এ ঘটনায় নির্ধারিত ফিরতি ফ্লাইট বিএ১৭৪ বাতিল করা হয়, তবে যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে ব্রিটিশ এয়ারওয়েজ।
পরে তদন্তে কোনো নিরাপত্তা হুমকি না পাওয়ায় পাইলটকে পুনর্বহাল করা হয়েছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন