কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যারা আমার বিরোধী ছিল, তারা এখন বন্ধু হতে চায় : ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। ছয় সপ্তাহের নীরবতা ভেঙে তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

দ্বিতীয় মেয়াদে তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা অনুভব করছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রথমবার, সবাই আমার বিরুদ্ধে লড়াই করছিল। এবার, সবাই আমার বন্ধু হতে চায়। আমি বুঝতে পারছি না- আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে, নাকি অন্য কিছু ঘটেছে?

সোমবার (১৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের কথা জানা যায়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন, আর বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সিইওরা তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছেন। তার মতে, এটি তার অবস্থান এবং নেতৃত্বের প্রতি তাদের আগ্রহের প্রমাণ।

সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির পক্ষে কাজ করবেন। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, তা স্পষ্ট করেননি।

একইভাবে, ইরানে সামরিক হামলা নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তিনি স্বীকার করেন, ওয়াশিংটনের নীতিমালা এবং প্রশাসনিক জটিলতার সঙ্গে তিনি এখন অনেক বেশি অভ্যস্ত। তার মতে, এটি তাকে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

ট্রাম্প তার সংবাদ সম্মেলনে একটি বড় অর্থনৈতিক ঘোষণা করেন। তিনি জানান, জাপানের সফটব্যাংক আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ ঘোষণা তার প্রশাসনের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির এক প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

আগামী ২০ জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করবেন, যা দেশব্যাপী রাজনৈতিক বিভাজনের একটি কঠিন সময়। তার উপদেষ্টারা জানান, তিনি এমন একটি মন্ত্রিসভা গঠনের জন্য কাজ করছেন, যারা তার পরিকল্পনামাফিক মার্কিন নীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ট্রাম্পের স্বভাবসুলভ রসবোধও দেখা যায়, যা তার প্রচারাভিযানের সময়ের চেয়ে কিছুটা হালকা মনে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সিতে নাম পাল্টালেন হলান্ড

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর বিজ্ঞপ্তি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির 

২০ মাসের ব্যবধানে পানিতে দুই ভাইয়ের মৃত্যু, বাকরুদ্ধ পরিবার

হঠাৎ মিষ্টি খেতে মন চায়, এটা কীসের ইঙ্গিত?

ভারতের হয়ে খেলার আশা ছেড়ে দিয়েছেন শামি

যথাযথ প্রক্রিয়ায় পুশইন করা হচ্ছে, দাবি বিএসএফ ডিজির 

সিজারের ৬ মাস পর পেট থেকে বের করা হলো গজ

৫ দিন কোথায় কেমন বৃষ্টি থাকবে, জানাল আবহাওয়া অফিস

১০

জাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রদল

১১

পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় মৃত্যু ১৫

১২

১৭ কোটি টাকার জীবনরক্ষাকারী ওষুধ এনে প্রশংসায় ভাসছেন ইন্টার্ন চিকিৎসক 

১৩

গয়েশ্বরের বিরুদ্ধে দুদকের মামলার রায় ৪ সেপ্টেম্বর

১৪

আজ আনুষ্ঠানিক ঘোষণা  / ইসির রোডম্যাপে যত পরিকল্পনা   

১৫

প্রকৌশল শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

১৬

‘ভারতে পরমাণু হামলা চালাও, ট্রাম্পকে হত্যা করো’ লেখা বন্দুক দিয়ে হামলা

১৭

এসএসসি পাসেই জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি

১৮

ইউআইইউতে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সপ্তাহ অনুষ্ঠিত

১৯

শহীদ কাদরী: নগরসভ্যতার অন্তরালে এক কবির অনন্ত যাত্রা

২০
X