কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যারা আমার বিরোধী ছিল, তারা এখন বন্ধু হতে চায় : ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। ছয় সপ্তাহের নীরবতা ভেঙে তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

দ্বিতীয় মেয়াদে তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা অনুভব করছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রথমবার, সবাই আমার বিরুদ্ধে লড়াই করছিল। এবার, সবাই আমার বন্ধু হতে চায়। আমি বুঝতে পারছি না- আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে, নাকি অন্য কিছু ঘটেছে?

সোমবার (১৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের কথা জানা যায়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন, আর বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সিইওরা তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছেন। তার মতে, এটি তার অবস্থান এবং নেতৃত্বের প্রতি তাদের আগ্রহের প্রমাণ।

সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির পক্ষে কাজ করবেন। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, তা স্পষ্ট করেননি।

একইভাবে, ইরানে সামরিক হামলা নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তিনি স্বীকার করেন, ওয়াশিংটনের নীতিমালা এবং প্রশাসনিক জটিলতার সঙ্গে তিনি এখন অনেক বেশি অভ্যস্ত। তার মতে, এটি তাকে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

ট্রাম্প তার সংবাদ সম্মেলনে একটি বড় অর্থনৈতিক ঘোষণা করেন। তিনি জানান, জাপানের সফটব্যাংক আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ ঘোষণা তার প্রশাসনের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির এক প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

আগামী ২০ জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করবেন, যা দেশব্যাপী রাজনৈতিক বিভাজনের একটি কঠিন সময়। তার উপদেষ্টারা জানান, তিনি এমন একটি মন্ত্রিসভা গঠনের জন্য কাজ করছেন, যারা তার পরিকল্পনামাফিক মার্কিন নীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ট্রাম্পের স্বভাবসুলভ রসবোধও দেখা যায়, যা তার প্রচারাভিযানের সময়ের চেয়ে কিছুটা হালকা মনে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

ঢাকায় আসছেন জাকির নায়েক

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১০

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

১১

ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

১২

ধানের শীষের বিজয় মানেই জনগণের মুক্তি : গয়েশ্বর চন্দ্র রায়

১৩

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

১৪

বাবর আজমকে নিয়ে ধারাভাষ্যে রমিজ রাজার তির্যক মন্তব্য

১৫

‘সঠিক ও মানসম্পন্ন সংবাদ উপস্থাপনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে’

১৬

আন্দরকিল্লা মসজিদ আইকনিক করতে ব্যয় ৩০০ কোটি

১৭

মেসির চেয়েও ধনী শুধু দুইজন ক্রীড়াবিদ!

১৮

প্রবাসীর ছেলেকে দাদা-দাদির কবরের পাশে ঠাঁই দিল না চাচারা

১৯

শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

২০
X