কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যারা আমার বিরোধী ছিল, তারা এখন বন্ধু হতে চায় : ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয়বার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন। ছয় সপ্তাহের নীরবতা ভেঙে তিনি এক ঘণ্টার বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।

দ্বিতীয় মেয়াদে তিনি একটি ভিন্ন অভিজ্ঞতা অনুভব করছেন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রথমবার, সবাই আমার বিরুদ্ধে লড়াই করছিল। এবার, সবাই আমার বন্ধু হতে চায়। আমি বুঝতে পারছি না- আমার ব্যক্তিত্ব কি বদলে গেছে, নাকি অন্য কিছু ঘটেছে?

সোমবার (১৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের কথা জানা যায়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, বিদেশি নেতারা তাকে অভিনন্দন জানাতে আসছেন, আর বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের সিইওরা তার সঙ্গে দেখা করার জন্য ছুটে আসছেন। তার মতে, এটি তার অবস্থান এবং নেতৃত্বের প্রতি তাদের আগ্রহের প্রমাণ।

সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তির পক্ষে কাজ করবেন। তবে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা, তা স্পষ্ট করেননি।

একইভাবে, ইরানে সামরিক হামলা নিয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করা থেকে বিরত থাকেন। তবে তিনি স্বীকার করেন, ওয়াশিংটনের নীতিমালা এবং প্রশাসনিক জটিলতার সঙ্গে তিনি এখন অনেক বেশি অভ্যস্ত। তার মতে, এটি তাকে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

ট্রাম্প তার সংবাদ সম্মেলনে একটি বড় অর্থনৈতিক ঘোষণা করেন। তিনি জানান, জাপানের সফটব্যাংক আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এ ঘোষণা তার প্রশাসনের অধীনে অর্থনৈতিক সমৃদ্ধির এক প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

আগামী ২০ জানুয়ারিতে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করবেন, যা দেশব্যাপী রাজনৈতিক বিভাজনের একটি কঠিন সময়। তার উপদেষ্টারা জানান, তিনি এমন একটি মন্ত্রিসভা গঠনের জন্য কাজ করছেন, যারা তার পরিকল্পনামাফিক মার্কিন নীতিতে পরিবর্তন আনতে সক্ষম হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে ট্রাম্পের স্বভাবসুলভ রসবোধও দেখা যায়, যা তার প্রচারাভিযানের সময়ের চেয়ে কিছুটা হালকা মনে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসির সিদ্ধান্ত অবৈধ, বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

কাজের সন্ধানে এসে লাশ হয়ে ফিরলেন শুক্কুর

বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম

কোচকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ৩ ক্রিকেটার, জানা গেল কারণ

আগুনে পুড়ল ঝুট গুদামসহ ১৩টি দোকান 

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন হান্নান মাসউদ-সারোয়ার তুষার    

এই ৬ অভ্যাস নীরবে ক্ষতিগ্রস্ত করছে আপনার মেরুদণ্ডকে

বিপিএল: স্বস্তির বার্তা দিল বিসিবি

মাটি খননে আনা ভেকুসহ মোটরসাইকেলে আগুন

১০

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন জারা-আখতার-পাটওয়ারী    

১১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যেসব বিষয় খেয়াল রাখবেন

১২

দিঘিতে ভেসে উঠল মরদেহ

১৩

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

১৪

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

১৫

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

১৬

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

১৭

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

১৮

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

১৯

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন অনলাইনেই

২০
X