উমর শরীফ সোহাগ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৮ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে আলোচনার মাঝেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা?

কূটনৈতিক মঞ্চে হাসি, মাঠে সামরিক মহড়া—ইরানের সঙ্গে আলোচনা চলাকালেই কেন শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ছবি : সংগৃহীত
কূটনৈতিক মঞ্চে হাসি, মাঠে সামরিক মহড়া—ইরানের সঙ্গে আলোচনা চলাকালেই কেন শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র? ছবি : সংগৃহীত

একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি—যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী কৌশল নিয়ে উঠছে নানা প্রশ্ন। সম্প্রতি ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়।

পারমাণু কর্মসূচি নিয়ে এই আলোচনাকে উভয় পক্ষই ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ বলে আখ্যায়িত করলেও, এ সময়েই পশ্চিম এশিয়ায় যুদ্ধবিমান ও সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনার পটভূমি

শনিবার (১২ এপ্রিল) মাসকাটে অনুষ্ঠিত এ বৈঠক ছিল ট্রাম্প প্রশাসনের অধীনে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম পরোক্ষ আলোচনা। দীর্ঘদিন পর পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের লক্ষ্যে এমন আলোচনায় বসা দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ। আলোচনার দ্বিতীয় দফা রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে—এ তথ্য নিশ্চিত করেছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।

হঠাৎ কেন সামরিক শক্তি বৃদ্ধি?

আলোচনার ঠিক মাঝেই যুক্তরাষ্ট্রের এমন সামরিক প্রস্তুতি কী বার্তা দিচ্ছে? এ নিয়ে উদ্বেগ ও কৌতূহল উভয়ই বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সে কারণে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সেখানে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

যদিও পেন্টাগন নির্দিষ্ট করে বলেনি কত সংখ্যক যুদ্ধবিমান কিংবা কোন কোন ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হচ্ছে, তবুও মার্কিন বিমান বাহিনীর এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান পাঠানো হচ্ছে পশ্চিম এশিয়ায়।

বিশ্লেষকদের ধারণা, ইরাক, কাতার, জর্ডান এবং কুয়েতে এই বোমারু বিমান মোতায়েন করতে পারে ওয়াশিংটন।

পুরোনো কৌশলের পুনরাবৃত্তি?

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র তাদের পুরোনো কৌশলই অনুসরণ করছে—একদিকে আলোচনার টেবিলে বসে শান্তির বার্তা, অন্যদিকে সামরিক হুমকি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা। অতীতে লিবিয়া, ইরাক ও আফগানিস্তানে এই কৌশল প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, ইরান এবার আলোচনায় রাশিয়া ও চীনের সমর্থন নিয়ে বসেছে। বিশ্লেষকরা বলছেন, এই দুটি পরাশক্তির অংশগ্রহণ ইরানকে আগের চেয়ে অনেক বেশি কূটনৈতিক শক্তি দিয়েছে।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ড. আরাঘচি চলতি সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাচ্ছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মাসকাট আলোচনার অগ্রগতি নিয়ে রাশিয়ার সঙ্গে মতবিনিময় করতেই এই সফর।

রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং পরমাণু আলোচনার অন্যতম প্রধান অংশীদার। ফলে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তে রাশিয়ার মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

অভ্যন্তরীণ সমালোচনা ও গাদ্দাফির ছায়া

ইরানের অভ্যন্তরেও এ আলোচনা নিয়ে চলছে বিতর্ক। অনেক কট্টরপন্থি এই আলোচনায় ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের ‘ফাঁদে’ পা দিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করছেন, লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির মতো পরিণতি হতে পারে খামেনিরও।

উল্লেখ্য, গাদ্দাফি গণবিধ্বংসী অস্ত্র ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় গিয়েছিলেন। কিন্তু পরে বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন। এই ঘটনার উদাহরণ টেনে কট্টরপন্থিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম সমঝোতার বিরোধিতা করছেন।

ট্রাম্পের হুমকি

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (১৩ এপ্রিল) সাংবাদিকদের জানান, তিনি ইরান ইস্যুতে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চান। আলোচনায় ব্যর্থ হলে সামরিক অভিযান চালানোর হুমকিও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার মাধ্যমে ইরানকে ‘প্রশমিত’ করতে চাচ্ছে, অন্যদিকে সামরিক শক্তি বাড়িয়ে চাপ বজায় রাখার কৌশল নিচ্ছে।

আর ইরান, অতীত অভিজ্ঞতা ও মিত্র শক্তির সমর্থনকে সামনে রেখে এই চাপের কূটনৈতিক জবাব দিতে প্রস্তুত বলেই মনে হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে এই সামরিক উত্তেজনা আসলে কতটা স্থিতিশীলতা বয়ে আনবে, তা সময়ই বলে দেবে।

সূত্র : রয়টার্স, আনাদোলু

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে 

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

১০

জাতীয়করণ নিয়ে বেসরকারি শিক্ষকদের প্রতি তারেক রহমানের বার্তা

১১

চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

১২

খেলা শেষ হতেই রেফারির ওপর হামলা

১৩

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

১৪

আদালতের ‘ন্যায়কুঞ্জে’ খাবার হোটেল, প্রধান বিচারপতির নির্দেশে উচ্ছেদ

১৫

অ্যানথ্রাক্স ছড়াচ্ছে উত্তরাঞ্চলে, রংপুর-গাইবান্ধায় সরেজমিনে তদন্ত শুরু

১৬

চীন থেকে যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা / জানলে যে সব বলে দিতে হবে সেটা তো না

১৭

শেখ হাসিনা ও কামালের নির্বাচনী যোগ্যতা নিয়ে যা জানা গেল

১৮

ছাত্রদলকে সমর্থন জানিয়ে চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী

১৯

খুন করে আল্লাহর ভয়ে নামাজ পড়ে ক্ষমা চান হত্যাকারীরা

২০
X