কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি, তোলপাড়

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি করে যেন ক্ষমতা দেখাল চোর। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম খেতে গিয়েছিলেন ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয়। সাথে ছিল ব্যক্তিগত হ্যান্ডব্যাগ। তবে সেই রেস্তোরাঁ থেকেই চুরি হয়ে যায় ব্যাগটি। এ ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, গত রোববার রাতে পরিবার নিয়ে ওয়াশিংটনের ‘ক্যাপিটাল বার্গার’ রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন মন্ত্রী নোয়েম। সেসময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগটির মধ্যে ছিল প্রায় তিন হাজার ডলার নগদ অর্থ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, হোমল্যান্ড সিকিউরিটির বিশেষ ব্যাজ, মেকআপ বক্স, চেকবই এবং ব্যক্তিগত ওষুধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণসামগ্রী।

ব্যাগ চুরি যাওয়ার পর নোয়েমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুতই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক অজ্ঞাত শ্বেতাঙ্গ ব্যক্তি সুযোগ বুঝে ব্যাগটি তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর শুরু হয়েছে চোরের খোঁজে তৎপরতা।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র জানান, ইস্টার সানডে উপলক্ষে পরিবারের সদস্যদের উপহার ও খাওয়াদাওয়ার খরচের জন্য নোয়েম সঙ্গে নগদ অর্থ রেখেছিলেন। এদিকে, সিক্রেট সার্ভিস ইতোমধ্যে মন্ত্রীর আর্থিক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছে, চোর কোনো ধরনের লেনদেনের চেষ্টা করেছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনা শুধু অর্থ চুরির বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। কারণ, একজন মন্ত্রীর এত কাছাকাছি গিয়ে কেউ চুরি করতে পারে, সেটি অত্যন্ত দুঃসাহসিক ও ভাবনার বিষয়। তদন্ত চলছে, তবে এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা জোনাথন ওয়াকরো মনে করেন, সিক্রেট সার্ভিস সংস্থাগুলোর উচিত ঘটনাটি নিয়ে অবিলম্বে এবং আরও বেশি করে পর্যালোচনা করা। এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা সিক্রেট সার্ভিসের খতিয়ে দেখা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন যুবদল নেতা

পটকা ফুটানো নিয়ে রাতে সংঘর্ষে জড়াল দুই মহল্লার বাসিন্দারা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের উদাসীনতার অভিযোগ জাতীয় ছাত্রশক্তির

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

১০

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

১১

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

১২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

১৩

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

১৪

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

১৫

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১৬

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১৭

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১৮

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৯

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

২০
X