কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি, তোলপাড়

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি করে যেন ক্ষমতা দেখাল চোর। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম খেতে গিয়েছিলেন ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয়। সাথে ছিল ব্যক্তিগত হ্যান্ডব্যাগ। তবে সেই রেস্তোরাঁ থেকেই চুরি হয়ে যায় ব্যাগটি। এ ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, গত রোববার রাতে পরিবার নিয়ে ওয়াশিংটনের ‘ক্যাপিটাল বার্গার’ রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন মন্ত্রী নোয়েম। সেসময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগটির মধ্যে ছিল প্রায় তিন হাজার ডলার নগদ অর্থ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, হোমল্যান্ড সিকিউরিটির বিশেষ ব্যাজ, মেকআপ বক্স, চেকবই এবং ব্যক্তিগত ওষুধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণসামগ্রী।

ব্যাগ চুরি যাওয়ার পর নোয়েমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুতই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক অজ্ঞাত শ্বেতাঙ্গ ব্যক্তি সুযোগ বুঝে ব্যাগটি তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর শুরু হয়েছে চোরের খোঁজে তৎপরতা।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র জানান, ইস্টার সানডে উপলক্ষে পরিবারের সদস্যদের উপহার ও খাওয়াদাওয়ার খরচের জন্য নোয়েম সঙ্গে নগদ অর্থ রেখেছিলেন। এদিকে, সিক্রেট সার্ভিস ইতোমধ্যে মন্ত্রীর আর্থিক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছে, চোর কোনো ধরনের লেনদেনের চেষ্টা করেছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনা শুধু অর্থ চুরির বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। কারণ, একজন মন্ত্রীর এত কাছাকাছি গিয়ে কেউ চুরি করতে পারে, সেটি অত্যন্ত দুঃসাহসিক ও ভাবনার বিষয়। তদন্ত চলছে, তবে এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা জোনাথন ওয়াকরো মনে করেন, সিক্রেট সার্ভিস সংস্থাগুলোর উচিত ঘটনাটি নিয়ে অবিলম্বে এবং আরও বেশি করে পর্যালোচনা করা। এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা সিক্রেট সার্ভিসের খতিয়ে দেখা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

১০

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১১

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১২

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১৩

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৪

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৫

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৬

বাস উল্টে নিহত ২

১৭

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৮

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৯

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

২০
X