কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি, তোলপাড়

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। ছবি : সংগৃহীত

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাগ চুরি করে যেন ক্ষমতা দেখাল চোর। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম খেতে গিয়েছিলেন ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয়। সাথে ছিল ব্যক্তিগত হ্যান্ডব্যাগ। তবে সেই রেস্তোরাঁ থেকেই চুরি হয়ে যায় ব্যাগটি। এ ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, গত রোববার রাতে পরিবার নিয়ে ওয়াশিংটনের ‘ক্যাপিটাল বার্গার’ রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন মন্ত্রী নোয়েম। সেসময় তার সঙ্গে থাকা হ্যান্ডব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগটির মধ্যে ছিল প্রায় তিন হাজার ডলার নগদ অর্থ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, হোমল্যান্ড সিকিউরিটির বিশেষ ব্যাজ, মেকআপ বক্স, চেকবই এবং ব্যক্তিগত ওষুধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণসামগ্রী।

ব্যাগ চুরি যাওয়ার পর নোয়েমের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুতই রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। এতে দেখা যায়, মুখে মাস্ক পরা এক অজ্ঞাত শ্বেতাঙ্গ ব্যক্তি সুযোগ বুঝে ব্যাগটি তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর শুরু হয়েছে চোরের খোঁজে তৎপরতা।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক মুখপাত্র জানান, ইস্টার সানডে উপলক্ষে পরিবারের সদস্যদের উপহার ও খাওয়াদাওয়ার খরচের জন্য নোয়েম সঙ্গে নগদ অর্থ রেখেছিলেন। এদিকে, সিক্রেট সার্ভিস ইতোমধ্যে মন্ত্রীর আর্থিক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করছে, চোর কোনো ধরনের লেনদেনের চেষ্টা করেছে কি না তা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।

নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এ ঘটনা শুধু অর্থ চুরির বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। কারণ, একজন মন্ত্রীর এত কাছাকাছি গিয়ে কেউ চুরি করতে পারে, সেটি অত্যন্ত দুঃসাহসিক ও ভাবনার বিষয়। তদন্ত চলছে, তবে এই ঘটনায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা জোনাথন ওয়াকরো মনে করেন, সিক্রেট সার্ভিস সংস্থাগুলোর উচিত ঘটনাটি নিয়ে অবিলম্বে এবং আরও বেশি করে পর্যালোচনা করা। এ ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানের ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা সিক্রেট সার্ভিসের খতিয়ে দেখা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত

১০

‌‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’

১১

ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩

১২

ইসলামিক রিয়ালিটি শো ‘পুষ্টি ভার্সেস অফ লাইট- সিজন ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা 

১৩

লন্ডনে তারেক রহমানের জনসভা ১৬ ডিসেম্বর

১৪

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

১৫

রোগী দেখার সময় চিকিৎসকের গেম খেলা, তদন্তে হাসপাতালে দুদক

১৬

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার

১৭

সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ

১৮

শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি

১৯

ছাত্ররাই হানাদার-স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করেছে : হান্নান মাসউদ

২০
X