কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে যে কারণে ‘সাপ’ বলেছিলেন মাস্ক

ইলন মাস্ক ও সার্জিও গোর। ছবি: সংগৃহীত
ইলন মাস্ক ও সার্জিও গোর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সার্জিও গোরকে ভারতের নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। তবে আগেই গোরকে একসময় ‘সাপ’ বলে অভিহিত করেছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ট্রাম্পের প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য প্রকাশ করেছে।

ইলন মাস্ক গত জুনে প্রকাশ্যে গোরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পারসোনেল অফিসের পরিচালক হিসেবে গোর ট্রাম্পকে বোঝান যে, মাস্কের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড আইজাকম্যানকে নাসার প্রধান হিসেবে মনোনয়ন প্রত্যাহার করা হোক। পরে ট্রাম্প সেই মনোনয়ন প্রত্যাহার করেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে মাস্ক ক্ষুব্ধ হয়ে টুইট করেন, “সে (গোর) একটা সাপ।”

মাস্ক অভিযোগ করেন, গোর নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। তিনি নিরাপত্তা ছাড়পত্রের জন্য বাধ্যতামূলক স্ট্যান্ডার্ড ফরম ৮৬ (SF-86) প্রকাশ করেননি এবং এর মাধ্যমে আইন লঙ্ঘন করেছেন।

মাস্কের সঙ্গে গোরের বিরোধ মূলত ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (DOGE) দপ্তরে গোরের দায়িত্বকাল থেকেই শুরু। মাস্ক ওই দপ্তর থেকে মে মাসে পদত্যাগ করেন। এরপর জুনে ট্রাম্পের সঙ্গে তার সংঘাত বাড়ে, কারণ তিনি ট্রাম্পের বড় করছাড় ও ব্যয় বৃদ্ধির প্রস্তাবকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন।

এদিকে, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গোরের মনোনয়ন ঘোষণা করে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু সার্জিও গোর বহু বছর ধরে আমার পাশে থেকেছে। প্রেসিডেনশিয়াল পারসোনেল ডিরেক্টর হিসেবে তিনি আমাদের ফেডারেল সরকারের প্রায় চার হাজার দেশপ্রেমিককে নিয়োগ দিয়েছেন। আমাদের দপ্তর এখন ৯৫ শতাংশ পূর্ণ। সিনেট অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি হোয়াইট হাউসে তার বর্তমান দায়িত্ব পালন করবেন।”

ট্রাম্প আরও বলেন, “বিশ্বের সবচেয়ে জনবহুল অঞ্চলে আমার এমন একজন দরকার যাকে আমি পুরোপুরি বিশ্বাস করি। সার্জিও একজন অসাধারণ রাষ্ট্রদূত হবেন।”

গোরও মন্তব্য করেন, “আমেরিকান জনগণের সেবা করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। এই প্রশাসনের মাধ্যমে আমরা ঐতিহাসিক ফলাফল অর্জন করছি এবং ভারতের প্রতিনিধিত্ব করা হবে আমার জন্য মহান সম্মান।”

উজবেকিস্তানে জন্ম নেওয়া গোর ছোটবেলায় ইউরোপের মাল্টা দেশে চলে যান। পরে পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে আসেন। তিনি প্রথমে সিনেটর র‌্যান্ড পলের সঙ্গে কাজ শুরু করেন এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের তহবিল সংগ্রাহক ও প্রকাশক হিসেবে সক্রিয় হন। ব্যক্তিগত জীবনে তিনি শখের বসে ডিজে হিসেবে বিয়ের অনুষ্ঠান পরিচালনাও করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

১০

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

১১

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

১২

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

১৩

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

১৪

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

১৫

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

১৬

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

১৭

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১৮

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১৯

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

২০
X