দ্বিতীয়বারের মতো ২৪ ঘণ্টার ব্যবধানে সিরিয়ায় নতুন সামরিক বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ আগস্ট) মার্কিন সেনারা ইরাক থেকে প্রবেশ করে হাসাকা প্রদেশের দক্ষিণে অবস্থিত আল-শাদ্দাদি ঘাঁটিতে এই বহর মোতায়েন করে।
শাফাক নিউজের সংবাদদাতা জানায়, সর্বশেষ কনভয়টিতে প্রায় ৮০টি ট্রাক ছিল। এতে লজিস্টিক সরঞ্জাম, জ্বালানি, সাঁজোয়া যান, সৈন্য ও গোলাবারুদ বহন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার আরও একটি কনভয় প্রবেশ করেছিল, যেখানে ৫০টির বেশি ট্রাক ও সাঁজোয়া যান ছিল। সেই বহরটি হাসাকা প্রদেশের খরাব আল-জির ও কাসরাক ঘাঁটির দিকে গিয়েছিল।
এদিকে মঙ্গলবারই মার্কিন নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশনের হেলিকপ্টার বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশের আতমেহ এলাকায় অভিযান চালায়। সেখানে এক ইরাকি নাগরিককে হত্যা করা হয়। তাকে স্থানীয় সূত্রে চিহ্নিত করা হয়। সালাহ নুমান ওরফে আলি নামে ওই ব্যক্তি ছিলেন আইএসের জ্যেষ্ঠ নেতা।
মন্তব্য করুন