কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৬০টি পোস্টাল ব্যালট বাহরাইনের একটি বাসায় গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কীভাবে ওই বাসায় পোস্টাল ব্যালটগুলো গিয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পোস্টাল ব্যালট পাঠাচ্ছি। মধ্যপ্রাচ্যের এবং বেশ কিছু দেশের পোস্টাল সিস্টেম এক একটা দেশের ক্ষেত্রে বিভিন্ন রকমের।’

১৬০টি পোস্টাল ব্যালট ছিল জানিয়ে আখতার আহমেদ বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, তাতে বাহরাইনের ক্ষেত্রে যেটা হয়েছে, ওখানে ১৬০টি ব্যালট ছিল। সেটা কোনো এক জায়গায় বাক্সে দিয়ে দেওয়া হয়েছে। যেটা ওদের ডেলিভারি পয়েন্ট। ছাত্রজীবনে আমরা দেখেছি, হোস্টেলে একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত। আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম। সে রকম একটা বাক্সে ১৬০টা ব্যালট দিয়ে গেছে। ওই বাক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাই-বোনরা এসে খুলেছেন চার-পাঁচজনে, তখন তারা ওটা ভাগ করেন যে আমি পাশের ঘরে থাকি, আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম।’

তিনি আরও বলেন, ‘ভিডিও ক্লিপ যেটা করা হয়েছে, আমরা যেটা শুনেছি, যদিও এটা করা উচিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রবাসী ভোটাররা একটি ব্যালট পেয়েছেন, এই আনন্দটুকু ধরে রাখার জন্য এটা (ভিডিও) কেউ করে পোস্ট করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে কোনো ইনভেলাপ খোলা হয়েছে—এ রকম কোনো কিছু নেই।’

এ ঘটনায় বাহরাইন পোস্টাল অফিসকে তলব করা হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘তাৎক্ষণিকভাবে বাহরাইন পোস্টাল অফিসকে বলা হয়েছে যে এটা তো তাদের (ভোটার) কাছে করা হয়নি এবং আমাদের সম্মানিত রাষ্ট্রদূত আছেন, তিনি এই বিষয়টা দেখছেন। বাহরাইন পোস্ট বলেছে, তারা এটা সহজেই তদন্ত করে জানাবে যে এটা কেন ঘটল।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা ও শোনা যায়, সেখানে কয়েক ব্যক্তি পোস্টাল ব্যালট গুনছেন। এক ব্যক্তি ভিডিওকারীকে বাধা দিয়ে বলছেন, ‘এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে উনারা মেইন ভিডিও করছেন। কেন আপনারা আরও ভিডিও করছেন? আপনারা এখান থেকে যেগুলা আছে, সব লইয়া যানগা। আমরার দরকার নাই। কিন্তু ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না।’

এদিকে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আইনি ব্যবস্থা দাবি করে বিএনপি। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে কমিশনে গিয়েছিলেন নজরুল ইসলাম খানসহ বিএনপির চারজন প্রতিনিধি।

ইসির সঙ্গে বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান পরে সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেক ব্যালট পেপার ‘হ্যান্ডেল’ করছেন। এটার ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১০

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১১

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১২

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

১৩

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

১৪

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

১৫

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

১৬

সুখবর পেলেন মাসুদ

১৭

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

১৮

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

১৯

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

২০
X