কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়ে ট্রাম্পের চিঠি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে একটি চিঠি পাঠিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পর বুধবার এই চিঠি পাঠানো হয়েছে। এ সময়েও ইসরায়েলের হামলা ও ত্রাণ সীমাবদ্ধতা অব্যাহত রয়েছে। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, গাজা যুদ্ধে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল যে অভিযান চালিয়েছে, তাতে ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ২০ হাজার শিশু। জাতিসংঘের তদন্তকারীরা এই হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন।

ট্রাম্প লেখেন, আমি আপনাকে আহ্বান জানাচ্ছি যেন আপনি বেনিয়ামিন নেতানিয়াহুকে সম্পূর্ণভাবে ক্ষমা করেন। তিনি ছিলেন এক দৃঢ় ও সিদ্ধান্তমূলক যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, যিনি এখন ইসরায়েলকে শান্তির পথে নিয়ে যাচ্ছেন। আমি নিজেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কাজ করছি, যাতে আরও দেশকে ঐতিহাসিক আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করা যায়।

বুধবার ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ট্রাম্পের ওই চিঠির কপি প্রকাশ করেছে। ট্রাম্প সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অঙ্গনে ডানপন্থি নেতাদের প্রতি সমর্থন বাড়িয়ে চলেছেন। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সরকারকে ৪০ বিলিয়ন ডলারের অর্থসহায়তা দিয়েছিল।

চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, তিনি ‘কমপক্ষে ৩,০০০ বছরের জন্য’ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। এর আগে গত মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময়ও ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলাটি শেষ করার আহ্বান জানিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট হার্‌জগকে পাঠানো এই চিঠিতে তিনি আরও সরাসরি বক্তব্য দেন।

ইসরায়েলে রাষ্ট্রপতির পদ মূলত আনুষ্ঠানিক হলেও, রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রাখেন। তবে নেতানিয়াহুর বিচার কার্যক্রম চলমান থাকায়, রায় ঘোষণার আগে হার্‌জগ কোনো ধরনের ক্ষমা ঘোষণা করতে পারেন না।

বুধবার ট্রাম্পের চিঠির জবাবে হার্‌জগ বলেন, ক্ষমা চাইলে সেটি অবশ্যই নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে।

টাইমস অব ইসরায়েলের বরাতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন এবং ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থন, জিম্মিদের মুক্তিতে ভূমিকা, মধ্যপ্রাচ্য ও গাজার পুনর্গঠনে অবদান এবং ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে বিবৃতিতে আরও যোগ করা হয়, রাষ্ট্রপতি একাধিকবার স্পষ্ট করে বলেছেন, যে কেউ ক্ষমা চাইবেন, তাকে প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিক আবেদন দাখিল করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বস্তিবাসী

ফেনীতে গাছ কেটে রেলপথে নাশকতার চেষ্টা

ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক চাঙ্গা রাখার ‘ফর্মুলা’ জানালেন ভিকি

১১ বছর পর ‘মন বোঝে না’ মুক্তি নিয়ে তমার ক্ষোভ

সাশ্রয়ী কেনাকাটার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল ‘সাধ্যের মধ্যে’

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সিলেটের মুরুব্বি আলেম শায়খুল হাদিস মাহমুদুল হাছান আর নেই

মধ্যরাতে হৃতিকের ফোন পেয়ে থতমত খেয়ে যান কৃতি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সোমবার

শিশু-কিশোররা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে : প্রধান উপদেষ্টা 

১০

শিক্ষার্থীর মাথা ফাটানো নিয়ে ক্ষুব্ধ পরীমণি

১১

এবার পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ

১২

১৬১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

১৩

আমিনবাজারে পুলিশের চেকপোস্ট, কঠোর নজরদারি

১৪

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

১৫

এ আর রহমানের বিরুদ্ধে নিন্দার ঝড়

১৬

মামলার রেশ না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ

১৭

ব্যালন ডি’অর নয়, আবারও বিশ্বকাপ জিততে চান মেসি

১৮

নেতানিয়াহুকে ক্ষমার আহ্বান জানিয়ে ট্রাম্পের চিঠি

১৯

গোপালগঞ্জে গণপূর্ত বিভাগ ও গ্রামীণ ব্যাংকে পেট্রল বোমা নিক্ষেপ

২০
X