কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়ে বলেছে, এই ‘অনুরোধের’ জাতীয় ও আইনি গুরুত্ব বিবেচনা করে তারা বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়ার পর সিদ্ধান্ত দেবেন।

রোববার (৩০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু গত পাঁচ বছর ধরে তিনটি পৃথক দুর্নীতি মামলায় ঘুষ, জালিয়াতি ও আস্থাভঙ্গের অভিযোগে বিচারের সম্মুখীন। তিনি সব অভিযোগ অস্বীকার করে আসছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, তিনি চাইলে বিচারপ্রক্রিয়া শেষ পর্যন্ত দেখতে পারতেন, তবে ‘জাতীয় স্বার্থ অন্যথা দাবি করেছে’।

এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘সম্পূর্ণ ক্ষমা’ দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। হারজগ তখন জানান, ক্ষমা পেতে হলে আনুষ্ঠানিক আবেদন করতে হবে। রোববার প্রেসিডেন্ট কার্যালয় নেতানিয়াহুর আবেদনের চিঠিও প্রকাশ করেছে— যদিও সিদ্ধান্ত কবে নেওয়া হবে সে বিষয়ে কিছু বলা হয়নি।

নেতানিয়াহু ২০২০ সালে বিচারাধীন অবস্থায় দায়িত্ব পালন করা প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী হন। তার বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ রয়েছে। এগুলো হলো ধনী ব্যবসায়ীদের কাছ থেকে সিগার ও শ্যাম্পেনসহ নানা উপহার গ্রহণের বদলে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ, একটি ইসরায়েলি পত্রিকার প্রচার বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে ইতিবাচক সংবাদ কভারেজ চাওয়ার অভিযোগ এবং একটি বড় টেলিকম কোম্পানির মালিককে নিয়ন্ত্রক সুবিধা দিয়ে তাদের নিউজ ওয়েবসাইটে নেতানিয়াহুকে নিয়ে অনুকূল সংবাদ প্রকাশ নিশ্চিত করার অভিযোগ।

বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু সব অভিযোগকে রাজনৈতিক প্রতিপক্ষের ‘উইচ হান্ট’ হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েলের বেসিক ল অনুযায়ী, প্রেসিডেন্ট দণ্ড মওকুফ বা সাজা লঘু করতে পারেন, এমনকি প্রয়োজনে দণ্ড ঘোষণার আগেও ক্ষমা দিতে পারেন— যদি জনস্বার্থ বা বিশেষ পরিস্থিতি থাকে।

নেতানিয়াহুর লিকুদ দল ও ডানপন্থিরা সবসময়ই তাকে ক্ষমার পক্ষে। তবে ইসরায়েলের অনেক নাগরিক— বিশেষত বামঘরানার মানুষ এটিকে দেশের শক্তিশালী বিচারব্যবস্থা থেকে আরেক ধাপ পিছিয়ে যাওয়া হিসেবে দেখছেন।

২০২৩ সালে বিচার বিভাগীয় সংস্কারের পরিকল্পনা নিয়ে সরকারের বিরুদ্ধে দেশজুড়ে যে কয়েক মাসব্যাপী গণবিক্ষোভ হয়েছিল। সেটিও ছিল জনসাধারণের এই শঙ্কার প্রতিফলন। পরে ৭ অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পর পরিস্থিতি আরও বদলে যায় এবং গাজা যুদ্ধের সূত্রপাত ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিএনপির এক নেতাকে শোকজ

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

১০

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

১১

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

১২

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

১৩

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

১৪

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

১৫

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

১৬

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১৭

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

১৮

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

১৯

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

২০
X