

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনিজুয়েলার উপকূলের কাছে যুক্তরাষ্ট্র একটি বড় তেলবাহী ট্যাংকার আটক করেছে। তিনি এটিকে ‘এ পর্যন্ত সবচেয়ে বড় আটক করা ট্যাংকার’ বলে উল্লেখ করেন। খবর শাফাক নিউজের
বুধবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প বলেন, ‘খুব সঙ্গত কারণেই’ এই ট্যাংকার আটক করা হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ভেনিজুয়েলা এখনো ঘটনাটি নিয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপের মুখে ফেলতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে হাজারো সৈন্য ও একটি নৌবহর মোতায়েন করেছে এবং মাদকবাহী সন্দেহে বিভিন্ন নৌকা লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
মার্কিন গণমাধ্যমের তথ্যানুসারে, এসব অভিযানে ২৩টি সন্দেহভাজন মাদকবাহী নৌকা ধ্বংস এবং ৮৭ জন নিহত হয়েছে।
মন্তব্য করুন