কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে অঙ্গীকারবদ্ধ

যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। সৌজন্য ছবি
যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। সৌজন্য ছবি

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড আজ দেশের প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে নিজেদের অবস্থান আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অত্যাধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী শক্তি এবং মানবকল্যাণকেন্দ্রিক ব্যবসায়িক দর্শনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

প্রতিষ্ঠার ইতিহাস ও প্রতিষ্ঠাতার দর্শন

১৯৭৪ সালে ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে যমুনা গ্রুপ প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন একজন জাতিপ্রেমিক ও দূরদর্শী উদ্যোক্তা, যিনি বিশ্বাস করতেন- “আমরা খালি হাতে এসেছি, কিন্তু মানুষের কল্যাণে ভালো কিছু করতে পারলে আমরাই চিরস্থায়ী হতে পারি।” এই দর্শনই ছিল যমুনা গ্রুপের কার্যক্রমের মূল চালিকা শক্তি। তার প্রয়াণের পরও, তার আদর্শ ও দর্শন আজও যমুনা গ্রুপের প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। বর্তমানে যমুনা গ্রুপ ৩০টিরও বেশি খাতে বিস্তৃত, যার মধ্যে রয়েছে টেক্সটাইল, কেমিক্যাল, গ্লাস, কেব্‌ল, মিডিয়া, কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ফুড অ্যান্ড বেভারেজ, বিদ্যুৎ ও শক্তি এবং সর্বাধুনিক ইলেকট্রনিক্স ও অটোমোবাইলস শিল্প।

বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং বহুমুখী শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপ দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি স্তরে অবদান রেখে চলেছে। প্রয়াত প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে যাত্রা শুরু করে আজ যমুনা গ্রুপ বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে। শিল্প, প্রযুক্তি, মিডিয়া, রিটেইল, আবাসন, খাদ্য, স্বাস্থ্য ও শক্তিসহ প্রায় ৩০টিরও বেশি খাতে প্রতিষ্ঠানটি সরাসরি ভূমিকা রেখে যাচ্ছে।

টেক্সটাইল ও গার্মেন্টস খাতে যমুনা গ্রুপ অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান Shameem Composite Mills, Jamuna Spinning Mills, Jamuna Denims, Optimo Jeans ও Jamuna Washing Ltd.সহ একাধিক ইউনিটের মাধ্যমে তারা সুতা থেকে তৈরি পোশাক পর্যন্ত সম্পূর্ণ উৎপাদন চেইন নিয়ন্ত্রণ করে। এসব ইউনিট আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে গ্লোবাল ব্র্যান্ডগুলোর জন্য প্রিমিয়াম পণ্য প্রস্তুত করছে এবং বড় অঙ্কে রপ্তানি আয় করছে।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যমুনা গ্রুপের একটি গুরুত্বপূর্ণ অঙ্গপ্রতিষ্ঠান, যা দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক্স হাই-টেক পার্ক থেকে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর, টিভি, এয়ারকন্ডিশনার, হোম অ্যাপ্লায়েন্স এবং মোটরসাইকেলের মতো আধুনিক পণ্য উৎপাদন করে থাকে। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ প্রকৌশলী এবং বিশ্বমানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সমন্বয়ে তারা দেশীয় বাজারের পাশাপাশি এশিয়া ও আফ্রিকার কিছু দেশে রপ্তানি করছে।

শিল্প উপকরণ ও কেমিক্যাল উৎপাদনে Jamuna Glass Industries, Jamuna Welding Electrode, Jamuna Distillery, Jamuna Iron & Steel, এবং Pegasus Leathers Ltd. গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এদের মধ্যে Jamuna Tyre & Rubber Industries Ltd. বাংলাদেশের টায়ার শিল্পে এক নতুন অধ্যায় যুক্ত করেছে। শক্তি খাতে Jamuna Power Ltd. ও Jamuna Gas Ltd. দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। এছাড়া নতুন করে যাত্রা শুরু করা Hoorain HTF Ltd. বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক হাইড্রোকার্বন রিফাইনিং কমপ্লেক্স নির্মাণ করছে।

রিয়েল এস্টেট ও অবকাঠামো উন্নয়নে Jamuna Builders Ltd. এবং Jamuna Future Park Ltd. অসামান্য অবদান রেখেছে। ১৬ একর জায়গাজুড়ে নির্মিত Jamuna Future Park শুধু একটি শপিংমল নয়, বরং একটি কমার্শিয়াল ও সামাজিক হাব হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। এছাড়া Jamuna City, Jamuna Complex এবং আবাসিক প্রকল্পগুলো ঢাকার আধুনিক নগরায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Jamuna Television Ltd. এবং দৈনিক যুগান্তর দেশের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম হিসেবে স্বীকৃত। Jamuna Media Ltd. এবং Jamuna Printing & Publishing Ltd.-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি মিডিয়া, মার্কেটিং ও প্রিন্ট খাতে শক্তিশালী অবস্থান বজায় রেখেছে।

রিটেইল ও হোলসেল খাতে Wholesale Club Ltd. একটি আধুনিক মডেল তৈরি করেছে, যেখানে মেম্বারশিপ ভিত্তিক ক্রয় সুবিধা, আন্তর্জাতিক মানের রিটেইল অভিজ্ঞতা এবং স্থানীয় উৎপাদনকারীদের পণ্য সহজলভ্য করা হচ্ছে। এছাড়া Hoor Couture Ltd. দেশের লাইফস্টাইল ও ফ্যাশন বাজারে মধ্যম মূল্যে প্রিমিয়াম মানের পোশাক সরবরাহ করছে।

সেবাদান ও পরিবহন খাতে Jamuna Logistic & Shipping Ltd. দেশের বিভিন্ন শিল্প খাতে কাঁচামাল, যন্ত্রাংশ ও পণ্য পরিবহনে এক অনন্য নাম। সড়ক ও নদীপথ উভয় রুটে পণ্য পরিবহনে প্রতিষ্ঠানটির দক্ষতা প্রশংসনীয়।

স্বাস্থ্যসেবা খাতে, যমুনা গ্রুপ বর্তমানে একটি মাল্টি-স্পেশালিটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণ করছে, যা দেশের স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী সংযোজন হবে। এটি আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে তৈরি হচ্ছে। সবশেষে, Nurul Islam Babul Foundation-এর মাধ্যমে যমুনা গ্রুপ ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা, প্রশিক্ষণ, সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা এই শিল্পগোষ্ঠীর সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

এভাবে, যমুনা গ্রুপ আজ শুধু একটি করপোরেট গোষ্ঠী নয়, বরং বাংলাদেশের আধুনিক অর্থনীতি, কর্মসংস্থান, শিল্প উন্নয়ন এবং সামাজিক অগ্রগতির একটি প্রতীক। যমুনা গ্রুপ ভবিষ্যতেও দেশের উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকতে অঙ্গীকারাবদ্ধ।

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড :

২০১৪ সালে প্রতিষ্ঠিত Jamuna Hi-Tech Park, Shafipur-এ অবস্থিত এই প্রতিষ্ঠানটির উৎপাদন কেন্দ্রটি ১০০ একরের বেশি জায়গাজুড়ে বিস্তৃত। এটি বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে একটি মাইলফলক, যেখানে ইউরোপ ও এশিয়ার অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে নির্মিত হচ্ছে বিশ্বমানের পণ্য। উৎপাদিত পণ্যগুলো : • রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজ : মিরর গ্লাস ডিজাইন, -২৮°C ডিপ কুলিং, ৭২/১২০ ঘণ্টা বিদ্যুৎ ছাড়াই খাদ্য সংরক্ষণ • এয়ারকন্ডিশনার : ইনভার্টার প্রযুক্তি, ফাস্ট কুলিং, বিদ্যুৎ সাশ্রয় • গুগল স্মার্ট টিভি : ৪কে আল্ট্রা এইচডি, জীবন্ত রঙ, Android/Google TV ফিচার • মাইক্রোওয়েভ ওভেন : কনভেকশন ও এয়ার ফ্রাই প্রযুক্তি, ২০L-৩০L ক্যাপাসিটি • ছোট গৃহস্থালি যন্ত্রপাতি : রাইস কুকার, ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার, ইস্ত্রি, ইনডাকশন কুকার • মোটরসাইকেল : কম জ্বালানি খরচে আধুনিক দুই চাকার যান প্রতিটি পণ্যের জন্য রয়েছে ISO-সনদপ্রাপ্ত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, অত্যাধুনিক R&D ল্যাব এবং বিশ্বমানের ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত টেস্টিং ও ফাইনাল এসেম্বলি।

বিপণন কাঠামো ও সেবা

যমুনা ইলেকট্রনিক্স তার বিপণন কাঠামোতে শক্তিশালী তিনটি চ্যানেল পরিচালনা করছে :

১. প্লাজা/রিটেইল চ্যানেল — ১০০+ এক্সক্লুসিভ শোরুম ২. ডিলার ও কর্পোরেট চ্যানেল — ৪০০+ সক্রিয় ডিলার ৩. ই-কমার্স প্ল্যাটফর্ম — www.estorejamuna.com

গ্রাহকসেবার মান নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃত হোম সার্ভিস টিম নিয়োজিত রয়েছে। প্রতিটি পণ্যের জন্য রয়েছে ওয়ারেন্টি, ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা।

মিশন ও ভিশন

ভিশন :

আমরা বিশ্বাস করি ব্যবসা কেবল মুনাফা নয়- এটি সমাজ, কর্মী, বিনিয়োগকারী ও রাষ্ট্রের কল্যাণের মাধ্যম। আমাদের ভিশন হলো একটি প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভরশীল ও উন্নত বাংলাদেশ গঠন, যেখানে ব্যবসা হবে জাতির সেবায় নিয়োজিত এক শক্তি।

মিশন :

• সর্বোচ্চ গুণমান ও উদ্ভাবনী প্রযুক্তির পণ্য সরবরাহ • গ্রাহকের সন্তুষ্টিকে অগ্রাধিকার • কর্মীদের উন্নয়ন ও সুস্থ কর্মপরিবেশ • জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ব্র্যান্ডে পরিণত হওয়া

ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি

বর্তমানে যমুনা ইলেকট্রনিক্স পণ্য এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ইউরোপ, আমেরিকা ও ল্যাটিন মার্কেটে প্রবেশ এবং বিশ্ববাজারে “Made in Bangladesh” ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা।

করপোরেট দৃষ্টিভঙ্গি ও মানবসম্পদ

প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ দেশসেরা ট্যালেন্ট হান্ট করে নিয়ে আসে এবং টিম বিল্ডিং, স্কিল ডেভেলপমেন্ট, মোটিভেশনাল ট্রেনিং-এর মাধ্যমে একটি আত্মবিশ্বাসী করপোরেট সংস্কৃতি গড়ে তোলে। বর্তমানে প্রতিষ্ঠানটির সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে ২০০০+ কর্মী যুক্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না : আল-খামেনি

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, জামায়াতের অবস্থান

সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি দাবি

জমি নিয়ে বিরোধে যুবক খুন

অবৈধভাবে বাগদা রেনু শিকার, শত কোটি টাকার বাণিজ্য

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধার অনুদান

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, চুরির অভিযোগে মামলা

১০

‘জাতীয় নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

১১

একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত

১২

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

১৪

রমেকে নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন : মোস্তফা জামান

১৬

‘পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে উন্নীত করতে চায় সরকার’

১৭

ঢাবি উপাচার্য ও প্রক্টরকে ধন্যবাদ জানালেন সাম্যের বড় ভাই

১৮

থানায় এসে ভুয়া অতিরিক্ত ডিআইজি আটক

১৯

প্রায় ২ কোটি মানুষের আর্থিক উন্নয়নে ভূমিকা স্ট্যান্ডার্ড চার্টার্ডের

২০
X