কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০২:৫২ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক বিবেচনার প্রকল্প ফের যাচাই হবে

বললেন পরিকল্পনা উপদেষ্টা
রাজনৈতিক বিবেচনার প্রকল্প ফের যাচাই হবে

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় নেওয়া প্রকল্পগুলো ফের যাচাই-বাছাই করা হবে। একই সঙ্গে যে প্রকল্পগুলো একনেকে যাওয়ার অপেক্ষায় আছে, সেগুলো আবার পর্যালোচনা করা হবে। কারণ, অনেক প্রকল্পের নকশা ও ব্যয়ে বড় ধরনের বিশৃঙ্খলা আছে। এসব প্রকল্প দ্রুত মূল্যায়ন করা হবে। প্রয়োজনে ছাঁটাই করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ব্যয় সংকোচনে উন্নয়ন খরচ কমানো বড় জায়গা। প্রকল্প যাচাই করা জরুরি। প্রকল্পে বিশৃঙ্খলা আছে। অনেক বড় প্রকল্পে সমস্যা আছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো স্ক্রুটিনি করে ছাঁটাই করা হবে। এ ছাড়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাওয়ার অপেক্ষায় আছে, সেগুলো আবার পর্যালোচনা করা হবে। কারণ, অনেক প্রকল্পের নকশা ও ব্যয়ে বড় বিশৃঙ্খলা আছে। তিনি বলেন, চলমান প্রকল্প হলেই রেখে দিতে হবে, তা নয়। লাভ হবে না—এমন প্রকল্প বাদ দেওয়া ভালো। এমন অনেক প্রকল্প আছে, যেগুলো খুবই অপচয়মূলক। সড়কসহ বেশকিছু অবকাঠামো প্রকল্পে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয়েছে বলে দেখা গেছে। প্রকল্প নেওয়ার সময় অনেক ক্ষেত্রে ঠিকাদারদের স্বার্থ দেখা হয়েছে। যেসব প্রকল্প এরই মধ্যে শেষ হয়ে গেছে, সেগুলো দ্রুত কার্যকর করতে হবে। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, আমাদের খরচ কমাতে হবে। প্রকল্প গ্রহণে সেসব বিষয় বিবেচনা করতে হবে। রাজনৈতিক সরকারের আমলে অনেক উদ্দেশ্যপ্রণোদিত প্রকল্প থাকে। এখন এসব আর থাকবে না। নতুন প্রজেক্ট আসবে। সেগুলো একনেকে যাওয়ার আগে বিচার-বিবেচনা করে দেখতে হবে।

মেগা প্রকল্প সম্পর্কে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এগুলো কোন পর্যায়ে আছে, তা দেখতে হবে। প্রকল্প প্রলম্বিত হলে অনেক ক্ষতি হয়—এমন ধারণা আছে। বাকি অর্থ খরচ হলে লাভ হবে নাকি ক্ষতি হবে, তা বিবেচনায় আনতে হবে। এটাই অর্থনৈতিক যৌক্তিকতা। ক্ষতি হলে বাদ দেওয়া ভালো। সরকারি অর্থ খরচে কর্মসংস্থান প্রাধান্য পাচ্ছে বলে জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, যৌক্তিক অর্থনৈতিক বিবেচনা হলো—কত খরচ করেছি তা নয়, বাকি কাজে কত লাগবে। পুরো প্রকল্প থেকে কত সুবিধা পাব, এটাই বিষয়। প্রকল্পে লাভ-ক্ষতি দেখতে হবে। কিছু খরচ হয়ে গেছেই বলেই মানসিক চাপ থাকবে, প্রকল্প শেষ করতে হবে, বিষয়টি এমন নয়। এটা অর্থনীতির যুক্তিতে চলে না। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এমন সময়ে এসেছে, যখন অনেক সংস্কার দরকার। এখানে ব্যয় সংকোচন করতে হবে। এজন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি কাটছাঁট করাই সহজ পথ। পাশাপাশি অপচয় রোধে কাজ করতে হবে। দাতা সংস্থাদের ঋণের বিশাল অর্থ পাইপলাইনে আছে, এগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে। প্রকল্পের দুর্নীতির বিষয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশে দুর্নীতির বিষয়ে নতুন করে বলতে হবে না। এটা বন্ধে কাজ করছি। বড় প্রকল্পে নকশা কেন সংশোধন করা হলো, এটা খতিয়ে দেখব। ভবিষ্যতে ভুল ঠেকাতে এটা নিয়ে প্রতিবেদন তৈরি করব। জিডিপির চেয়ে কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। বিবিএসের প্রকাশিত তথ্যের সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি নিয়ে অনেক সন্দেহ আছে। কোথায় ত্রুটি আছে, দেখা হবে। এগুলোর বিষয়ে সব জানি। বহুদিন ধরে কাজ করেছি, এখন সরাসরি কাজ করব। কোথাও ত্রুটিবিচ্যুতি আছে নাকি ইচ্ছেকৃতভাবে করা হচ্ছে, দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X