

৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবারের বিসিএসে আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০ জন নিয়োগ পাবেন স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ সামগ্রী, গহনা, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রে প্রবেশের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করা হয়।
পিএসসি সতর্ক করে জানিয়েছে, কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধসামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। পাশাপাশি বিসিএস বিধিমালা ও পিএসসি আইন অনুযায়ী ভবিষ্যতের সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা এবং শাস্তির বিধান রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য এসব নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন