কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

ভ্যাট ফাঁকির মামলা নিয়ে তুঘলকি কাণ্ড

বঙ্গ পিভিসি
ভ্যাট ফাঁকির মামলা নিয়ে তুঘলকি কাণ্ড

ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ফাঁকির মামলা নিয়ে তুঘলকি কাণ্ড ঘটিয়েছে চুয়াডাঙ্গার বঙ্গ পিভিসি ইন্ডাস্ট্রিজ। রাজস্ব ফাঁকির মামলা করার পর প্রতিষ্ঠানটি সংবাদ সম্মেলন করে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ এনেছে। যদিও সেটির পক্ষে কোনো ধরনের প্রমাণ দিতে অস্বীকৃতি জানান প্রতিষ্ঠানটির মালিক সেলিম আহমেদ। বিষয়টি এরই মধ্যে এনবিআরকে জানানো হয়েছে বলে জানিয়েছেন যশোর ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গায় বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজের কারখানায় অভিযান চালিয়ে ৫ কোটি ২৮ লাখ টাকার মূসক (ভ্যাট) ফাঁকির তথ্য উদ্ঘাটন করে যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। প্রতিষ্ঠানটি ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ওই অর্থ ফাঁকি দিয়েছে—এমন অভিযোগ এনে কাস্টমস আইনে মামলা করা হয়। গত ৯ জানুয়ারি ওই মামলা করা হয়। এর পরপরই মালিকপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয়। পাশাপাশি কোনো ধরনের সাক্ষ্য-প্রমাণ ছাড়াই ভ্যাট কর্মকর্তারা ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ তোলেন।

মামলা সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে পর্যন্ত আইভাস সিস্টেমে (ভ্যাট অনলাইন সিস্টেমে) দাখিলকৃত পত্রে প্রদর্শিত মোট বিক্রয়মূল্য ২ কোটি ৯০ লাখ ১৭ হাজার ৮৭৪ টাকা। অন্যপক্ষে অভিযানকালে প্রতিষ্ঠান থেকে জব্দকৃত বিক্রয় তথ্যানুযায়ী বিক্রয়মূল্য ৪৪ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার ৯৮৩ টাকা উল্লেখ থাকলেও মাসভিত্তিক বিক্রয়মূল্যের যোগফল পাওয়া যায় ৪৩ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৯৮৩ টাকা, যা প্রতিষ্ঠানের ওই সময়ের প্রকৃত বিক্রয়মূল্য। এই বিক্রয়মূল্যকে ভিত্তি ধরে পরে হিসাব করা হয়। সেখানে দেখা যায়, ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের মে পর্যন্ত সময়ে দাখিলপত্রে প্রদর্শিত বিক্রয়মূল্য ২ কোটি ৯০ লাখ ১৭ হাজার ৮৭৪ টাকা। অর্থাৎ প্রতিষ্ঠানটি ৪০ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ১০৯ টাকা বিক্রয়মূল্য কম দেখিয়েছে। এর মধ্যে মূসক আরোপযোগ্য বিক্রয়মূল্য ৩৫ কোটি ২১ লাখ ৩০ হাজার ৫৩০ টাকা প্রযোজ্য। মূসক আরোপযোগ্য মূল্যের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট হিসাব করলে ফাঁকিকৃত মূসক বা ভ্যাটের পরিমাণ ৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৫৭৯ টাকা, যা প্রতিষ্ঠানের কাছ থেকে আদায়যোগ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৭৩ অনুযায়ী ওই প্রতিষ্ঠানের মোট ৫ কোটি ২৮ লাখ ১৯ হাজার ৫৭৯ টাকা রাজস্ব ফাঁকি উদ্ঘাটন হয়েছে, যা সরকারের অনুকূলে আদায়যোগ্য বলে মনে করে কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিষয়ে যশোর ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. রাকিবুল হসান কালবেলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গত ৬ জানুয়ারি প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে যাই। ওইদিন খুবই স্বাভাবিক পরিবেশে নথিপত্র সংগ্রহ করা হয় এবং যাচাই-বাছাইয়ের পর ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়। এরপরই মামলা করা হয়। কিন্তু তারপরই প্রতিষ্ঠানটি কারখানা বন্ধের ঘোষণা দিয়ে আমাদের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ আনে। আমরা পুরো টিম প্রিভেন্টিভে কাজ করছি। এখানে ভ্যাট ফাঁকি রোধ করাই উদ্দেশ্য ছিল। প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কমিশনার এবং এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ব্যবসা করলেও বিক্রির তথ্য গোপন করার অভিযোগ ছিল। যার কারণে প্রতিষ্ঠানটিতে প্রিভেন্টিভ করার উদ্যোগ নেয় যশোর ভ্যাট কমিশনারেট। এ ছাড়া প্রিভেন্টিভ কার্যক্রম শেষ করে ভ্যাট ফাঁকির মামলা দেওয়ার পর বিপত্তি বাধে। প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেন। আর সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত না থেকে কর্মকর্তা-কর্মচারী দিয়ে ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন। যদিও সংবাদ সম্মেলন বা পরবর্তী সময়েও এর পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি প্রতিষ্ঠানটির মালিক সেলিম আহমেদ।

এসব বিষয়ে বঙ্গ পিভিসি ইন্ডাস্ট্রিজের মালিক সেলিম আহমেদ কালবেলাকে বলেন, ভ্যাটের মামলার পর সংবাদ সম্মেলন করেছি, সেখানেই বিস্তারিত বলেছি। ভ্যাটের কর্মকর্তাদের ঘুষ দাবির কোনো তথ্য-প্রমাণ আছে কি না, জানতে চাইলে তার নিজের কাছে আছে বলেও দাবি করেন। কাউকে সেই প্রমাণ দেখাবেন না এবং ভ্যাটের বিষয়ে বেশি কিছু বলবেন না বলেও সাফ জানিয়ে দেন অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক।

সূত্র আরও জানায়, গত ৬ জানুয়ারি চুয়াডাঙ্গার আলোকদিয়ার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসের অতিরিক্ত কমিশনার মো. রাকিবুল হসানের নেতৃত্বে ১৪ সদস্যের টিম অভিযান পরিচালনা করে। সে সময় সেলস রিপোর্ট, বিদ্যুৎ বিল, অ্যাকাউন্ট রিসিভেবল শিট, রেজিস্টার খাতা, ফিজিক্যাল স্টক এবং কম্পিউটার সিপিইউ প্রভৃতি জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির সঠিক কর নিরূপণের লক্ষ্যে জব্দকৃত দলিলপত্র যথাযথভাবে পর্যালোচনা করা হয়।

এদিকে মূসক (ভ্যাট) ফাঁকি উদ্ঘাটনের দাবি এলেও সম্প্রতি চুয়াডাঙ্গায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন বঙ্গ পিভিসির কর্মকর্তা-কর্মচারীরা। তল্লাশির নামে ইন্ডাস্ট্রিজের মালিকের কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ দাবি করেছেন বলেও অভিযোগ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১০

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১১

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১২

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৩

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৪

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৫

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৬

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৭

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৮

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

২০
X