বীর সাহাবী
প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

মহামারি ফিরে এলো পুঁজিবাজারে

নিয়মিত দরপতন
মহামারি ফিরে এলো পুঁজিবাজারে

করোনা মহামারির সময় পুরো বিশ্ব থমকে গিয়েছিল। থমকে গিয়েছিল বিশ্ব অর্থনীতির অবস্থা। বিশ্বের সঙ্গে বাংলাদেশেও করোনার প্রভাব পড়েছিল ভয়াবহ আকারে। তখন দেশের অর্থনীতিও স্থবির হয়ে পড়ে। করোনা মহামারির সময় দেশের পুঁজিবাজারের যে হাল হয়েছিল, ঠিক সেই হালই যেন ফিরে এলো বর্তমানে। টানা পতনে পুঁজিবাজার ফিরে গেল সেই মহামারির সময়ে। প্রতিদিন পুঁজি হারিয়ে নিঃস্ব বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন।

জানা যায়, বর্তমানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক নেমেছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে, যা মহামারি করোনাকালের সময়কার অবস্থা। মহামারি করোনাকালে ২০২০ সালের ২৪ আগস্ট ডিএসইর সূচক ছিল ৪ হাজর ৭৬২ পয়েন্টে। এমন অবস্থায় অনেকেই বর্তমান পুঁজিবাজারকে মহামারির সময়কার বাজার বলছেন।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, আমাদের পুঁজিবাজার আগে এতটাও খারাপ ছিল না। এখন যে নামমাত্র লেনদেন হচ্ছে, এতে বোঝা যাচ্ছে বাজারের প্রতি আস্থা নেই বিনিয়োগকারীদের। বিশেষ করে বিএসইসি চেয়ারম্যানের প্রতি বিনিয়োগকারীদের চরম অনাস্থা দেখা যাচ্ছে। তিনি কোনোভাবেই বাজারকে স্বাভাবিক করতে পারছেন না। ফলে দিন দিন আরও তলানিতে যাচ্ছে পুঁজিবাজার। আর এখন তা মহামারির সময়কালে ফিরে গেল।

একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা কালবেলাকে বলেন, এখন দৈনিক যে লেনদেন হচ্ছে, এতে আমার মতো অন্যান্য ব্রোকার হাউসও মরার অপেক্ষায় আছে। বাজারে যে পরিমাণ ব্রোকার হাউস আছে, সে হিসাবে এই সামান্য লেনদেন দিয়ে কোনোভাবেই চলা যাচ্ছে না। আমাদের কয়েকটি শাখা অফিস বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন কর্মী ছাঁটাই করা হয়েছে। এভাবে পতন দীর্ঘস্থায়ী হলে আমাদের মরণ অবধারিত। ব্যবসা গুটিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

আরেকটি ব্রোকার হাউসের শীর্ষ নির্বাহী কর্মকর্তা কালবেলাকে বলেন, পুঁজিবাজারে এতটা অনাস্থা আগে কখনো দেখিনি। এমন বেহাল দশায় আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই সামনে। নামমাত্র যে লেনদেন হচ্ছে আর তা থেকে প্রাপ্ত কমিশন দিয়ে আমাদের কর্মকর্তাদের বেতনকড়ি দিতে হিমশিম খাচ্ছি। আর অন্যান্য খরচ তো বাদই দিলাম।

ডিএসইর সূত্রে জানা যায়, গতকাল সোমবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইএক্স সূচকটি ২০২০ সালের ২৫ আগস্টের মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ সূচকটি গত ৪ বছর ৯ মাসের মধ্যে সর্বনিম্ন। গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭৭৬ পয়েন্টে, যা আগেরদিন কমেছিল ২৯ পয়েন্ট। এদিন ডিএসইতে ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৯২ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩ কোটি ৮৩ লাখ টাকার বা ১ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫ টি বা ৩১ দশমিক ৪৯ শতাংশের। আর দর কমেছে ২০২টি বা ৫০ দশমিক ৮৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭০টি বা ১৬ দশমিক ৬৩ শতাংশের।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৩৭১ পয়েন্টে। আগের দিন সিএসইতে ১০ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৬৮ পয়েন্ট কমেছিল।

বাজার মূলধন কমছে: গত বছরের ১৮ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়িত্ব নেন রাশেদ মাকসুদ। সেদিন ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১ হাজার ৭৮ কোটি টাকা। ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৭৭৮ পয়েন্ট। এরপর পতনে পতনে কেটে যায় ৯ মাস। ৯ মাস ডিএসইর বাজার মূলধন ৫১ হাজার ৯৮৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৫১ কোটি টাকা।

বিএসইসি চেয়ারম্যানের অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম: পুঁজিবাজারে লাগাতার পতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা। তারা কয়েকদিন পরপরই রাস্তায় নেমে বিক্ষোভ, কাফন মিছিল, কফিন মিছিল এমনকি গায়েবানা জানাজা পড়ছেন। তাদের মূল দাবি বিএসইসি চেয়ারম্যানের অপসারণ।

একই সঙ্গে তারা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদেরও অপসারণের দাবি জানিয়েছেন। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিনিয়োগকারীরা। সমাবেশে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান পতিত স্বৈরাচারীর মতো আচরণ করছে। বাজারের খারাপ পরিস্থিতি নিয়ে অংশীজন কথা বলেছেন বলে তিনি মিটিংয়ে তাদের শাসিয়েছেন। ব্যর্থতার পরেও তিনি নির্লজ্জের মতো নিজের পদ আঁকড়ে ধরে রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনার মধ্যে চীন-আফগান-পাক বৈঠকে উঠে এল সাতটি বিষয়

ইশরাককে শপথ পড়াতে বাধা নেই : হাইকোর্ট

পাটগ্রাম সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

দুই ইসরায়েলিকে হত্যার পর ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ওই যুবক

মানিকগঞ্জের আদালতে মমতাজ

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত

সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে পুশইন

মেয়াদ শেষেও কাজ হয়নি অর্ধেক

সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার 

১০

ইরানে ভয়ংকর হামলা করতে প্রস্তুত ইসরায়েল

১১

কাকরাইলে বিএনপির নেতা-কর্মীদের রাতভর অবস্থান

১২

নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল

১৩

‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’

১৪

কাতারের বিলাসবহুল বিমান লুফে নিলেন ট্রাম্প

১৫

ইশরাকের শপথ ইস্যুতে আদালতের আদেশ আজ

১৬

ভারতীয় গরু প্রবেশের শঙ্কায় দিন কাটছে খামারিদের

১৭

গাজার পথে হাজারো ত্রাণের ট্রাক আটকে রেখেছে ইসরায়েল

১৮

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া 

১৯

ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ

২০
X