কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

তিন মিনিটে ১৩ ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ভারতের

ভারতের সীমান্তরক্ষী  বাহিনী।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী।

তিন মিনিটে শত্রুপক্ষের ১৩ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত। দেশটির সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের হামলার মাত্র তিন মিনিটের মাথায় তাদের জবাব দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুরের’ সময় ভারতীয় সেনাবাহিনী আর্টিলারি, শোল্ডার-মাউন্টেড মিসাইল এবং মর্টার ফায়ারের মাধ্যমে শত্রুপক্ষের ঘাঁটিতে হামলা চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এলাকায় লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছাকাছি একটি ঘাঁটি থেকে এ হামলা চালানো হয়েছে। ১০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভারতীয় সেনা পোস্টটি পাকিস্তানি বাঙ্কারের খুব কাছে হওয়ায় তীব্র গোলাগুলির মুখোমুখি হয়েছিল। এলাকাটিতে দুই দেশের ঘাঁটির দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্নেল এনডিটিভিকে জানান, ৬ ও ৭ মের মধ্যবর্তী রাতে পাকিস্তান এই পুঞ্চ পোস্টে দুটি মর্টার বোমা নিক্ষেপ করে। ভারতীয় সেনাবাহিনী মাত্র তিন মিনিটের মধ্যে এর জবাব দেয় এবং পূর্ব পরিকল্পিত আক্রমণের মাধ্যমে শত্রুপক্ষের ১৩টি ঘাঁটি (বাঙ্কার) ধ্বংস করে। শত্রুদের আক্রমণের তিন মিনিটের মধ্যে আমরা পূর্ব পরিকল্পিত আগুনের মাধ্যমে তাদের ১৩টি ঘাঁটি ধ্বংস করি। সময় লেগেছিল মাত্র তিন মিনিট।

তিনি বলেন, প্রতিটি জওয়ান কমান্ডার এবং উচ্চ সদর দপ্তরের নির্দেশ জানত। তারা জানত কোন অস্ত্র ব্যবহার করতে হবে এবং কতক্ষণ ধরে আগুন ধরিয়ে রাখতে হবে যাতে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতি হয়।

চার দিনের লড়াইয়ের পর ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি হয়। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!’

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ ‘নিরপেক্ষ একটি স্থান’-এ আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

ভারতের সিনিয়র কর্মকর্তারা জানান, পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উসকানি, যেমন যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে তারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ৬ ও ৭ মের মধ্যবর্তী রাতে শত্রুপক্ষ যে ভুল করেছিল, তারা এমনভাবে শাস্তি পেয়েছে যে তারা এমন কিছু করার আগে শতবার ভাববে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

কলকাতায় টানা ৩ দিন দুর্যোগের সতর্কতা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : কোন দেশে কত ম্যাচ জানিয়ে দিল আইসিসি

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ প্রায় ১৬০০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

জুমার খুতবার সময় কি মোবাইল ব্যবহার করা যাবে?

দুপুরের মধ্যে ৭ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দিচ্ছে ফিফা, যেভাবে করবেন আবেদন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন সচিবের যোগদান

১০

লিড প্লাটিনাম সনদ পেল ওয়ালটন

১১

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ নিষেধাজ্ঞা

১২

মসজিদে হারাম ও নববিতে আজ জুমা পড়াবেন যারা

১৩

ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথম সামরিক মহড়ায় ইরান

১৪

যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া

১৫

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৬

২২ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

চাঁদাবাজির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

১৮

শুক্রবারে মারা গেলে কি কবরের আজাব মাফ হয়?

১৯

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২০
X