কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

তিন মিনিটে ১৩ ঘাঁটি গুড়িয়ে দেওয়ার দাবি ভারতের

ভারতের সীমান্তরক্ষী  বাহিনী।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী।

তিন মিনিটে শত্রুপক্ষের ১৩ ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত। দেশটির সেনাবাহিনীর দাবি, পাকিস্তানের হামলার মাত্র তিন মিনিটের মাথায় তাদের জবাব দেওয়া হয়েছে।

বুধবার (২১ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুরের’ সময় ভারতীয় সেনাবাহিনী আর্টিলারি, শোল্ডার-মাউন্টেড মিসাইল এবং মর্টার ফায়ারের মাধ্যমে শত্রুপক্ষের ঘাঁটিতে হামলা চালিয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চে এলাকায় লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছাকাছি একটি ঘাঁটি থেকে এ হামলা চালানো হয়েছে। ১০ হাজার ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই ভারতীয় সেনা পোস্টটি পাকিস্তানি বাঙ্কারের খুব কাছে হওয়ায় তীব্র গোলাগুলির মুখোমুখি হয়েছিল। এলাকাটিতে দুই দেশের ঘাঁটির দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্নেল এনডিটিভিকে জানান, ৬ ও ৭ মের মধ্যবর্তী রাতে পাকিস্তান এই পুঞ্চ পোস্টে দুটি মর্টার বোমা নিক্ষেপ করে। ভারতীয় সেনাবাহিনী মাত্র তিন মিনিটের মধ্যে এর জবাব দেয় এবং পূর্ব পরিকল্পিত আক্রমণের মাধ্যমে শত্রুপক্ষের ১৩টি ঘাঁটি (বাঙ্কার) ধ্বংস করে। শত্রুদের আক্রমণের তিন মিনিটের মধ্যে আমরা পূর্ব পরিকল্পিত আগুনের মাধ্যমে তাদের ১৩টি ঘাঁটি ধ্বংস করি। সময় লেগেছিল মাত্র তিন মিনিট।

তিনি বলেন, প্রতিটি জওয়ান কমান্ডার এবং উচ্চ সদর দপ্তরের নির্দেশ জানত। তারা জানত কোন অস্ত্র ব্যবহার করতে হবে এবং কতক্ষণ ধরে আগুন ধরিয়ে রাখতে হবে যাতে শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষতি হয়।

চার দিনের লড়াইয়ের পর ১০ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতি হয়। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম যুদ্ধবিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই। এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ!’

পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ ‘নিরপেক্ষ একটি স্থান’-এ আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।

ভারতের সিনিয়র কর্মকর্তারা জানান, পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উসকানি, যেমন যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে তারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ৬ ও ৭ মের মধ্যবর্তী রাতে শত্রুপক্ষ যে ভুল করেছিল, তারা এমনভাবে শাস্তি পেয়েছে যে তারা এমন কিছু করার আগে শতবার ভাববে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় ঘোষণা পর্যন্ত সড়কে থাকবেন ইশরাক সমর্থকরা

১১৮ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

খাতভিত্তিক গবেষণায় যৌথভাবে কাজ করবে এফবিসিসিআই-আইবিএফবি 

বিয়ে করছেন মারিয়া মিম

শাহরুখের সঙ্গে মজা করতে গিয়ে বিব্রত ওয়ামিকা

ডিএনসিসির  দাবি / পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ভিপি নুরের

হামজাদের ম্যাচের টিকিট মূল্য ৪০০ থেকে ৫ হাজার

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক

১০

কুয়ালালামপুরে বাংলাদোশিসহ ১৭৮৯ জন অবৈধ অভিবাসী আটক

১১

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল নব্বই দশকের শপথ, যুক্ত হলো দুর্নীতিবিরোধী অঙ্গীকার

১২

এবার রাজপথে নামছেন ইশরাক

১৩

পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন

১৪

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

১৫

‘হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

১৬

৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি

১৭

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার

১৮

চুয়াডাঙ্গায় ৭ পুলিশের নামে হত্যা মামলা

১৯

দেশের বড় নদীগুলোর ওপর আঘাত হানতে পারে কালবৈশাখী, সতর্কতা

২০
X