ভারতের অডিও ডিভাইস ব্র্যান্ড ‘বোট’সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রযুক্তি পণ্য বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দিয়েছে ডিএক্স গ্রুপ। লাইফস্টাইল ক্যাটাগরির এসব পণ্যের ব্র্যান্ডগুলোর মাঝে আরও আছে কিউসিওয়াই, অ্যামাজফিট, প্রোমেট, ট্যাগ, ইজভিজ, রিভারসং, এনারজাইজার এবং শাওমি। এসব ব্র্যান্ডের ইয়ারবাড, পাওয়ার ব্যাংক, নেকব্র্যান্ডের মতো গ্যাজেট বাংলাদেশে বাজারজাত করবে ডিএক্স গ্রুপ।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এসব পণ্য তুলে ধরা হয়। এ সময় ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডিএম মজিবর রহমান এবং প্রধান নির্বাহী দেওয়ান কাননসহ অন্যরা উপস্থিত ছিলেন। দেওয়ান কানন বলেন, আমরা বিখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য তরুণদের হাতে তুলে দিতে চাই। এ ছাড়া আমরা আমাদের পার্টনার, রিটেইলার ও ডিস্ট্রিবিউটরদের ন্যায্য দামে বিশ্বখ্যাত ব্র্যান্ডের লাইফস্টাইল পণ্য হাতের নাগালে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।
মন্তব্য করুন