ওসমানী মিলনায়তনে মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ গ্রহণ করেন রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এ সময় ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ অন্যরা। পুরস্কার গ্রহণ শেষে রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতির এই পুরস্কার আমাদের প্রেরণা। এই পুরস্কার আমি আমার সব কর্মীকে উৎসর্গ করলাম। যারা নিরলস পরিশ্রম করে রানার অটোমোবাইলসকে এ পুরস্কার এনে দিয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেয়েছে ওয়ালটন। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে হাই-টেক ক্যাটাগরিতে প্রথম পুরস্কার ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এস এম শামসুল আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
মন্তব্য করুন