

কুড়িগ্রামের চিলমারীতে একটি সেতু নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ জানুয়ারি) জেলা সমন্বিত কার্যালয়ের একটি দল উপজেলার পাত্রখাতা এলাকায় তিস্তা খালের ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শন ও নথিপত্র যাচাই করে।
দুদক সূত্রে জানা গেছে, সেতু নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ বেশকিছু অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। প্রাথমিক সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দুদকের কর্মকর্তাদের সঙ্গে সওজের একজন নিরপেক্ষ প্রকৌশলী উপস্থিত ছিলেন। তারা এলজিইডির দায়িত্বরত প্রকৌশলী জুলফিকার আলি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মান্নানের উপস্থিতিতে সেতুর বিভিন্ন অংশ পরিমাপ করেন। বিশেষ করে সেতুর ‘ব্লক অ্যাপ্রোচ রোড’ এবং ‘হেরিং বন্ডে’ ব্যবহৃত ইটের মান যাচাই করা হয়।
দুদকের সহকারী পরিচালক সাবদারুল ইসলাম বলেন, ব্রিজের ব্লক ও অ্যাপ্রোচ রোডে ব্যবহৃত ইট অত্যন্ত নিম্নমানের। সংগৃহীত নমুনাগুলো ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। ল্যাব রিপোর্ট এবং নিরপেক্ষ প্রকৌশলীর পর্যবেক্ষণের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। প্রতিবেদনে কোনো অসংগতি বা আর্থিক অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন