

চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আলাউদ্দিন শিকদারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. হেলাল উদ্দীন এ নোটিশ জারি করেন।
এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট মু. আলমগীর হোছাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেন।
নোটিশে বলা হয়েছে, অভিযোগ অনুযায়ী আপনি নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা না করে আপনার নিজ প্রচার গাড়িতে যে ব্যানার ব্যবহার করেছেন এবং সন্দ্বীপ পৌরসভা মার্কেটসহ বিভিন্ন জায়গায় বিলবোর্ড স্থাপন করেছেন, যা পিভিসিতে প্রিন্ট করা। এছাড়াও ২০টির অধিক বিলবোর্ড স্থাপন করেছেন এবং প্রচারণার কাজে ১২টি মাইক ব্যবহার করে নির্বাচনী আচরণ বিধি ৭ এর (খ) এবং ১৭ এর (১) ধারা লঙ্ঘন করেছেন, যা নির্বাচনী আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
এমতাবস্থায়, বর্ণিত অভিযোগ বিষয়ে কেন আপনার বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ অথবা নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সে বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে আগামী শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী আলমগীর হোছাইন কালবেলাকে বলেন, ওনারা প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। ২০টির অধিক বিলবোর্ড স্থাপন করেছেন। গাড়িতে এবং বিভিন্ন জায়গায় স্থাপন করা ব্যানার পিভিসিতে প্রিন্ট করা। এছাড়া সভাসমাবেশে প্রায় ১৩টি মাইক ব্যবহার করতেছে। আমরা সব তথ্য উপাত্ত সংগ্রহ করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছি।
তবে শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও প্রোপাগান্ডা বলে দাবি করেছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ আলা উদ্দীন শিকদার। তিনি বলেন, ২০টি বিলবোর্ড অনুমোদিত, আমার ২০টি বিলবোর্ডই লাগিয়েছি। আমাদের কোনো পিভিসি ব্যানার নাই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতাশা থেকেই অভিযোগটা করেছেন বলেই আমি মনে করি। আমাদের কর্মীরা যেভাবে কাজ করছে, এটা দেখে হয়ত তারা হতাশায় ভুগতেছে। আমি সব অভিযোগেরই জবাব দেব।
মন্তব্য করুন