আলী ইব্রাহিম
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

শুল্ক ছাড়া ট্যাক্স স্ট্যাম্প আমদানি করতে চায় বিএটি

বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন এনবিআরে
বিএটির লোগো। ছবি : সংগৃহীত
বিএটির লোগো। ছবি : সংগৃহীত

কোনো ধরনের শুল্ক পরিশোধ না করেই সিগারেটের গায়ে লাগানোর ট্যাক্স স্ট্যাম্প আমদানি করতে চায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ। সুদানে রপ্তানির জন্য এই সুবিধা চেয়েছে প্রতিষ্ঠানটি। কোম্পানিটির এ-সংক্রান্ত আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এসেছে। তবে বিদ্যমান আইনে শুল্ক ছাড়া পণ্য আনার সুযোগ নেই।

এনবিআর সূত্র জানায়, বিএটি সম্প্রতি সুদানে লর্ড রিডস ব্র্যান্ডের সিগারেট রপ্তানির প্রস্তাবনা পেয়েছে। এর আলোকে সুদানে সিগারেট রপ্তানি করতে চায় প্রতিষ্ঠানটি। বাংলাদেশের মতো সুদানেও ট্যাক্স স্ট্যাম্প লাগিয়ে সিগারেট বাজারজাত করতে হয়। এ কারণে সুদান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ট্যাক্স স্ট্যাম্প আদমানি করতে চায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো। এ ক্ষেত্রে সুদান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ডি লা রু এফওসি (ফ্রি অব কস্ট) সুবিধায় ট্যাক্স স্ট্যাম্প সরবরাহ করবে। বাংলাদেশের বর্তমান আইনে শুল্ক ছাড়া পণ্য আমদানির সুবিধা না থাকায় বিএটি সরকারের কাছে শুল্ক ছাড় সুবিধা চেয়েছে। প্রতিষ্ঠানটি এ-সংক্রান্ত আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে করলে বিষয়টি আমলে নিয়ে চিঠিটি এনবিআরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়, সুদানে প্রায় ২০ বিলিয়ন ডলারের সিগারেট রপ্তানি করা সম্ভব। এজন্য সুদানের প্রতিষ্ঠান থেকে ট্যাক্স স্ট্যাম্পে শুল্ক ছাড়া আমদানির সুযোগ চাওয়া হয়েছে। বিএটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, নতুন করে রপ্তানির জন্য এই আবেদন করা হয়েছে। সুযোগ থাকলে এনবিআর দেবে, না হলে বাতিল করবে। রপ্তানি বাড়াতে এ ধরনের সুবিধা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

এনবিআর জানিয়েছে, ট্যাক্স স্ট্যাম্পের শুল্ক ৫৮ শতাংশ। আর ট্যাক্স স্ট্যাম্প কেজি হিসেবে শুল্কায়ন করা হয়। সে ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন মূল্য ধরা হয় দুই থেকে আড়াই ডলার। বছরে প্রায় ২০ মিলিয়ন ডলার বা ২২০ কোটি টাকা রপ্তানি আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিএটি। এজন্য নির্ধারিত পরিমাণ ট্যাক্স স্ট্যাম্প শুল্ক ছাড়া আনতে চায় প্রতিষ্ঠানটি। এনবিআর কর্মকর্তারা বলছেন, ট্যাক্স স্ট্যাম্প আমদানির ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। প্রকৃতপক্ষে কী পরিমাণে ট্যাক্স স্ট্যাম্প আসছে—এর কায়িক পরীক্ষা খুবই জটিল। আর বাংলাদেশে সিগারেটের কর মোট বাজারমূল্যের প্রায় ৯২ শতাংশ। কোনো কারণে এসব সুবিধার অপব্যবহার হলে সরকার বড় রাজস্ব ক্ষতির মুখে পড়বে বলেও জানান এনবিআর কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে ইটপাটকেল নিক্ষেপ উত্তেজিত জনতার

আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

কেন নিজের ‘বিকিনি’ ছবির পোস্টার ছিঁড়ে ফেলেন শর্মিলা?

বৈষম্যবিরোধী আন্দোলনের ৪ প্রতিনিধি যোগ দিলেন ছাত্রদলে

ধীরে ধীরে খেলে কি সত্যি ওজন কমে?

চীন সফরে কিম-পুতিনসহ ২৬ রাষ্ট্রপ্রধান

বিকেলে ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল সহিদুল, রাতে ডাকাতির চেষ্টা

সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়? মেনে চলুন এই ৬ টিপস

মেসি ঝলকে ফাইনালে মায়ামি

১০

চাঁদা না দেওয়ায় গণঅধিকার নেতার হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

১১

মাদকসেবন করে মাতলামি করায় যুবকের কারাদণ্ড

১২

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা 

১৩

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে পরবর্তী আপিল শুনানি ৪ নভেম্বর 

১৪

শহিদের সঙ্গে প্রেম-বিচ্ছেদের কারণ জানালেন কারিনা

১৫

গাজায় তীব্র রূপ ধারণ করেছে দুর্ভিক্ষ, অনাহারে মৃত্যু ৩১৩ জনের

১৬

রাজধানীতে লরির ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, নিহত ১

১৭

টিয়া পাখি নিয়ে ভিডিও করে বিপাকে শিক্ষিকা 

১৮

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X