কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কয়েক কোটি টাকা নিয়ে ব্যাংক কর্মকর্তা উধাও

ব্যাংক কর্মকর্তার অফিস। ছবি : কালবেলা
ব্যাংক কর্মকর্তার অফিস। ছবি : কালবেলা

ঢাকার কেরানীগঞ্জে সাউথইস্ট ব্যাংকের আটি বাজার শাখা থেকে কয়েক কোটি টাকা নিয়ে সাইফুল ইসলাম সোহাগ নামে এক্সিকিউটিভ অফিসার উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ব্যাংকের গ্রাহকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রাহকদের হিসাব থেকে টাকা সরানোর খবর ছড়িয়ে পড়লে গ্রাহকরা ব্যাংকে ওই শাখায় ছুটে আসেন এবং নিজেদের হিসাবের তথ্য জানতে চেষ্টা করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকেও কয়েকশ গ্রাহক ব্যাংকটিতে ভিড় করতে দেখা গেছে। অনেকে তাদের ব্যালেন্স চেক করে স্বস্তিতে বাড়ি ফিরলেও শতাধিক গ্রাহক তাদের ব্যালেন্স শূন্য এবং বন্ধ দেখে হতাশা ব্যক্ত করেন।

সুমন নামে এক প্রবাসীর অ্যাকাউন্টে ১ কোটি ১০ লাখ টাকা থাকলেও এসে দেখেন অ্যাকাউন্টে ছয় হাজার টাকা।

ঘাটারচরে নুরুদ্দীন নামে এক প্রবীণ ব্যক্তি জানান, ৪ লাখ ৭৫ হাজার টাকা থাকলেও এখন মাত্র ৪ হাজার টাকা আছে। তবে কীভাবে অ্যাকাউন্ট শূন্য হলো, তা জানেন না তিনি।

গ্রাহক নজরুল ইসলাম জানান, তার হিসাবে ৭ লাখ ৭৩ হাজার টাকা থাকলেও সেখান থেকে টাকা উত্তোলনের এসএমএস পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন অনেকের মতো তার টাকাও উধাও।

বসিলার মোক্তার হোসেন মুক্তির ৩টি অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা লাপাত্তা হয়ে গেছে বলে জানান তার মেয়ে।

এক ভুক্তভোগী জানান, ওনার নিজের অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা এবং ওনার ভাই জাকির হোসেনের অ্যাকাউন্ট হতে ২ কোটি ১০ লাখ টাকা সরিয়ে ফেলা হয়েছে।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার আমি বিষয়টি আঁচ করতে পারি। গত বুধ-বৃহস্পতিবার অভিযুক্ত সাইফুল ইসলাম সোহাগ অফিসে থাকা অবস্থায় তদন্ত চলমান ছিল বলে আমি জানতে পেরেছি। পরবর্তীতে সোহাগের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জেনে আমি ব্যাংকে এসে জানতে পারি।’

আখি আক্তার জানান, তার হিসাবে টাকা না গেলেও অন্য গ্রাহকদের টাকা উধাও হয়ে গেছে। তারাও বেশ চিন্তায় আছেন, কখন যেন তাদের টাকাও উধাও হয়ে যায়।

ব্যাংকের সাবেক ম্যানেজার তসলিম উদ্দিন বলেন, ‘গত ১৮ নভেম্বর বিষয়টি আমাদের নজরে এলে আমাদের হেড অফিসকে অবহিত করি। পরে ব্যাংকের অডিট টিম বিষয়টি নিয়ে কাজ শুরু করে। অভিযুক্ত সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার পর্যন্ত অফিসে এলেও তার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। ২৪ নভেম্বর (সোমবার) হতে নতুন ম্যানেজারকে দায়িত্ব দেওয়া হয়।’

নতুন ম্যানেজার কার্তিক হালদার বলেন, ‘সোমবার আমি এখানে আসি। আমাদের অডিট টিম কাজ করছে। তাদের তদন্ত কাজ শেষ হলে দোষীদের সম্পর্কে ও সরিয়ে নেওয়া টাকা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেওয়া যাবে।’

সবশেষ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২০টি অ্যাকাউন্টের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ব্যাংকের ম্যানেজার কার্তিক হালদার। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

তিনি বলেন, গ্রাহকদের আমি নিশ্চিত করতে চাই, আপনাদের গচ্ছিত টাকা আমাদের কাছে নিরাপদ ছিল, আছে এবং থাকবে।’

ব্যাংকের অডিট ইনভেস্টিগেশনের প্রধান রেজাউল কবির জানান, কোনো গ্রাহকের টাকাই খোয়া যাওয়ার সম্ভাবনা নেই। প্রতারক সোহাগের বিরুদ্ধে মামলা হয়েছে।’

টাকার পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, ‘অডিট শেষে বলা যাবে।’

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ব্যাংকের ম্যানেজার কার্তিক হালদার। এতে তিনি অভিযুক্ত সোহাগ, তার ভাই ও তার স্ত্রীর কাছ থেকে ননজুডিসিয়াল স্টাম্পে স্বাক্ষর নিয়ে কিছু টাকা আদায় করে অবশিষ্ট টাকা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন মর্মে জানিয়ে নিখোঁজ হওয়ায় বিক্ষুব্ধ গ্রাহকের কাছ হতে বাঁচতে নিরাপত্তা চেয়েছেন।

তথ্যটি নিশ্চিত করেছেন অভিযোগের তদন্ত পাওয়া আটি বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আনোয়ারুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে মারধরের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার

এক ম্যাচে ১৭ লাল কার্ড, মাঠে যা ঘটেছিল (ভিডিও)

খালেদা জিয়া কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

কফি পান করার সেরা সময় কখন?

সাংবাদিকনেতা সোহেলকে মামলায় জড়ানোয় বিএআরএফের তীব্র নিন্দা

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

সাংবাদিকদের ঐক্যবদ্ধে সত্যিকারের দেশ গড়া সম্ভব : গোলাম পরওয়ার

না ফেরার দেশে গিটারিস্ট সেলিম হায়দার

ইয়ামির বিস্ফোরক মন্তব্য

১০

টঙ্গী জোড় ইজতেমায় মুসল্লির মৃত্যু

১১

নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিলল হৃদয়ের মরদেহ

১২

অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় ভারতীয়র মলত্যাগের ভিডিও ভাইরাল

১৩

এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা ভারতের

১৪

দেশে ভিন্নমত প্রকাশ করলে তাকে শত্রু হিসেবে দেখা হয় : মির্জা ফখরুল

১৫

ব্র্যাক ইউনিভার্সিটির ১৭তম সমাবর্তন অনুষ্ঠিত

১৬

নাশকতার পরিকল্পনার সময় ধরা খেলেন হারুন

১৭

বিয়ে করলেন তনুশ্রী

১৮

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ , সমুদ্রবন্দরে হুঁশিয়ারি সংকেত 

১৯

থেঁতলানো মুখ, হাত বিচ্ছিন্ন ও পেটকাটা অবস্থায় মরদেহ উদ্ধার

২০
X