

ব্রিসবেন টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির কারণে অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে না পারা অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও পেসার জশ হ্যাজলউড ব্রিসবেন টেস্টের স্কোয়াডেও জায়গা পাননি। ফলে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এখনো পিঠের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি কামিন্স। নিজেকে দ্রুত ফিট করতে অনুশীলনের পরিমাণ বাড়িয়েছেন তিনি। ঘোষিত দলে না থাকলেও দলের সঙ্গে ব্রিসবেন আছেন এই অজি ক্রিকেটার। তৃতীয় টেস্টের দলে তার থাকার সম্ভাবনা রয়েছে অনেক বেশি।
এদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া হ্যাজলউডও অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেননি। পিঠের চোটের কারণে পার্থ টেস্টে এক ইনিংসে ব্যাটিং করা উসমান খাজাকে দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি হবে গোলাপি বলে দিবারাত্রির।
অস্ট্রেলিয়া স্কোয়াড: উসমান খাজা, জেক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, বো ওয়েবস্টার, মাইকেল নেসার, জশ ইংলিস।
মন্তব্য করুন