বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ
পাকিস্তানে ট্রেন ছিনতাই

পরিচয়পত্র দেখে হত্যা করা হয় যাত্রীদের

পরিচয়পত্র দেখে হত্যা করা হয় যাত্রীদের

পাকিস্তানের বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেন থেকে যে যাত্রীরা বেঁচে ফিরেছেন, ঘটনাবলির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন তারা। কখন ট্রেন দাঁড়িয়ে পড়ল, কখন সেই ট্রেনের কামরায় ঢুকে পড়লেন বেলুচ বিদ্রোহীরা, তারা ঠিক কী কী করলেন, বিস্তারিত বিবরণ পাওয়া যাচ্ছে। যাত্রীদের অনেককে শুরুতেই মেরে ফেলেছিলেন বিদ্রোহীরা। পরিচয়পত্র দেখে দেখে যাত্রীদের হত্যা করা হচ্ছিল বলে দাবি করেছেন তারা। আবার কিছু যাত্রীকে পণবন্দি করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। গত বুধবার রাতেই এই অভিযান সমাপ্ত হয় বলে জানায় পাকিস্তান সেনাবাহিনী। সেনার গুলিতে মোট ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছেন। ৩০০-রও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের হাতে ২৮ জন নিহত হয়েছেন। যদিও মোট মৃত্যুর সংখ্যা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা নোমান আহমেদ। ঈদ উপলক্ষে কোয়েটা থেকে তিনি জাফর এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। অপহরণের মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘ট্রেন চলছিল। আচমকা একটা বিস্ফোরণের শব্দ পেলাম। আমরা সবাই কামরার মেঝেতে শুয়ে পড়েছিলাম। তার পর দ্রুত কামরার দরজা বন্ধ করে দিয়েছিলাম। ভেবেছিলাম গুলি চলছে, দরজা বন্ধ করে রাখতে পারলে বেঁচে যাব। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়াস্ত্র নিয়ে বেলুচ বিদ্রোহীরা ওই কামরায় ঢোকেন।

নোমানের বর্ণনা অনুযায়ী, কামরায় ঢুকে নারী এবং শিশুদের আলাদা করছিলেন বিদ্রোহীরা। তাদের রেখে বাকি যাত্রীদের ট্রেন থেকে বের করা হয়েছিল। তাদের নিয়ে যাওয়া হচ্ছিল দুর্গম পাহাড়ি এলাকায়। এই সময় কয়েকজন যাত্রী আহত হয়ে পড়েন। তারা কামরা থেকে বেরোতে পারেননি। নোমান বলেন, ‘প্রথমে ওদের ট্রেন থেকে নেমে আসার নির্দেশ দেওয়া হলো। যখন ওরা বেরোতে পারল না, বন্দুকধারীরা আবার কামরার ভেতরে ঢুকল এবং ওদের সবাইকে গুলি করে মেরে দিল।’ সংবাদ সংস্থা এএফপিকে আরেক যাত্রী মুহাম্মদ নভিদ জানান, প্রত্যেকের পরিচয়পত্র দেখতে চাইছিলেন বিদ্রোহীরা। কাদের হত্যা করা হবে, তা বাছাই করা হচ্ছিল। নভিদের কথায়, ‘ওরা আমাদের এক এক করে ট্রেন থেকে নেমে আসতে বলল। নারীদের আলাদা করে সরে যেতে বলল। বয়স্কদেরও আলাদা করা হলো। ওরা বলেছিল, কারও কোনো ক্ষতি করবে না। ১৮৫ জন যাত্রী ট্রেন থেকে নেমে বাইরে দাঁড়িয়েছিলেন। পরিচয়পত্র দেখে বেছে বেছে তাদের মধ্যে অনেককে মেরে ফেলা হলো।’ কোয়েটা থেকে পেশোয়ার যাওয়ার পথে বেলুচিস্তানের বোলানে জাফর এক্সপ্রেস আটকান বিদ্রোহীরা। ট্রেন ছিনতাই করে নেওয়া হয়। ৪৫০ জন যাত্রী ছিলেন ওই ট্রেনে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বিদ্রোহীদের সঙ্গে গুলির লড়াই শুরু করে মঙ্গলবার রাত থেকেই। বুধবার রাতে প্রায় ৩০ ঘণ্টার অভিযানের পর সেনাবাহিনী জানায়, সব বিদ্রোহী নিহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

১০

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

১১

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

১২

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

১৩

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

১৪

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১৫

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১৬

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১৭

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১৮

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১৯

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

২০
X