

চীন ও ভারত নিজেদের মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে। গতকাল বুধবার প্রতিবেশী এ দুই দেশ জানিয়েছে, সীমান্তসংক্রান্ত যে কোনো ‘মাঠপর্যায়ের সমস্যা’ সমাধানের জন্য তারা বিদ্যমান প্রক্রিয়া ব্যবহারের ব্যাপারে সম্মত হয়েছে। খবর রয়টার্সের।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ গত শনিবার একটি নির্ধারিত উচ্চপর্যায়ের সামরিক আলোচনায় প্রতিবেশী এই দুটি দেশ সামরিক ও কূটনৈতিক চ্যানেলে তাদের আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে মাঠপর্যায়ের যে কোনো সমস্যার সমাধানে বিদ্যমান প্রক্রিয়াগুলো ব্যবহার করতে উভয় পক্ষই সম্মত হয়েছে।
মন্তব্য করুন