

জাপানের দক্ষিণাঞ্চলে উপকূলীয় ওইটা শহরে অগ্নিকাণ্ডে ১৭০টির বেশি ভবন পুড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৪৩ মিনিটে লাগা আগুন গতকাল বুধবার দুপুর পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানা গেছে। খবর জাপানটাইমসের।
খবরে বলা হয়েছে, আগুন লাগার পর টোকিওর ৭৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওইটা শহরের সাগানোসেকি জেলার ১৭৫ জনের মতো বাসিন্দা তড়িঘড়ি জরুরি আশ্রয় কেন্দ্রে চলে যান বলে দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আগুন মূলত মৌসুমি বায়ুর প্রবাহে দ্রুত আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। যে কারণে তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীর। ঘটনার পর প্রাদেশিক সরকার দ্রুত নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুর্যোগ নিয়ন্ত্রণ দপ্তরও তাৎক্ষণিক কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
মন্তব্য করুন