

ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন-খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে ‘খুলনা বিভাগের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত গোলটেবিল বৈঠকে খুলনা অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ, পরিবেশ, শিল্প-বাণিজ্য, অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে সাংবাদিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেলের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব ও সাবেক এনবিআর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ।
মূল প্রবন্ধে ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, জিডিপিতে খুলনা বিভাগের অবদান ৩২ শতাংশ। কিন্তু খুলনা বিভাগে অনেক সংকট। এই বিভাগে ১০ জেলা, ৫৯ উপজেলা আর ৫৬৮ ইউনিয়ন রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে গুরুত্বপূর্ণ হলেও খুলনা বিভাগ বরাবরই বৈষম্য, অবহেলা আর অমনোযোগিতার শিকার। উপকূলীয় অঞ্চল হওয়ায় দুর্যোগ লেগেই থাকে। উপকূলীয় অঞ্চলের জন্য স্থায়ী বেড়িবাঁধ দরকার। প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তেই হাজার হাজার বিঘা জমির মালিক ফকির হয়ে যায়। মলিন বদনে নয়, খুলনাকে আত্ম উন্নয়নে আত্মপ্রত্যয়ী দেখতে চাই।
তিনি খুলনা বিভাগে গভীর সমুদ্রবন্দর স্থাপন, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, সুন্দরবন সুরক্ষা ও উন্নয়ন পেশাজীবী ও মেধা লালন নিয়েও আলোকপাত করেন।
এ সময় বক্তব্য তুলে ধরেন খুলনা বিভাগীয় সংবাদিক ফোরামের উপদেষ্টা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত,খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যশোর এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মাদ নাসির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দীন খান, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ আবদুস সবুর,, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুন জামিল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোরসালিন নোমানী, সাংবাদিক সিরাজুল ইসলাম , খুলনা বিভাগীয় সংবাদিক ফোরামের সহ সভাপতি খালিদ সাইফুল্লাহ, সিনিয়র সদস্য আশীষ কুমার দে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক শেখ রিজভী নেওয়াজ, খুলনা বিভাগীয় সংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, অর্থ সম্পাদক রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দফতর সম্পাদক আব্দুল হালিম, ক্রীড়া সম্পাদক অন্তু মুজাহিদ, কল্যাণ সম্পাদক গাজী আকতার উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন