

প্রথমবার অংশগ্রহণ করেই বাংলাদেশ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ প্রথমবারের মতো অংশ নিয়েই ব্রোঞ্জ পদক অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
যশোরে অনুষ্ঠিত গ্রুপ পর্বে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এআইইউবি চূড়ান্ত রাউন্ডে কোয়ালিফাই করে চট্টগ্রামে। ফাইনালে অংশ নেয় ছয়টি দল— এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম ডিএসএ, রাজশাহী ডিএসএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
চূড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও হেড-টু-হেড ফলাফলের কারণে ফাইনালে ওঠে বিমানবাহিনী, ফলে এআইইউবি তৃতীয় স্থানে অবস্থান করে।
বুধবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এআইইউবি দল তাদের ট্রফি উপস্থাপন করে এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসানের নিকট। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা, মিস শানিয়া মাহিয়া আবেদীন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, মেজর (অব.) ফাইজ-উল-বারী রাজন এবং মো. জয়নাল আবেদীন।
উপস্থিত সবাই এআইইউবি বাস্কেটবল দলের শৃঙ্খলা, দলীয় সংহতি ও অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সহশিক্ষা কার্যক্রমে এআইইউবির অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন