

বিদেশে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ঢাকায় আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো-২০২৫। শনিবার (২২ নভেম্বর) আইইসিসি বাংলাদেশের উদ্যোগে বনানীর হোটেল সারিনাতে এ এক্সপো অনুষ্ঠিত হবে।
এতে অংশ নেবে অস্ট্রেলিয়ার একাধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধি এবং অভিজ্ঞ কাউন্সেলররা। শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে ভর্তি প্রক্রিয়া, টিউশন ফি, স্কলারশিপ, কোর্স সিলেকশন এবং আসন্ন ইন্টেক সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। এছাড়া অংশগ্রহণকারীদের প্রোফাইল অনুযায়ী উপযুক্ত পরামর্শ দেবেন অভিজ্ঞ কাউন্সেলররা।
আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে অস্ট্রেলিয়ার লেভেল-১ শ্রেণিবিন্যাসে থাকায় ভিসা প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ এবং ইতিবাচক। বিশেষ করে এইচএসসি পাস শিক্ষার্থী থেকে শুরু করে ব্যাচেলর বা মাস্টার্স শেষ শিক্ষার্থীদের জন্য এটি উপযুক্ত সময়।
মেলায় থাকছে স্কলারশিপ সংক্রান্ত তথ্য, ভিসা নিয়মকানুন, স্পট কাউন্সেলিং এবং অস্ট্রেলিয়ার জনপ্রিয় কোর্স সম্পর্কে ধারণা। অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। তবে আসন সীমিত হওয়ায় আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
আইইসিসি বাংলাদেশের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা সঠিক তথ্য ও নির্ভুল দিকনির্দেশনা পেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা এখন আগের যে কোনো সময়ের তুলনায় সহজ। এই এক্সপো সেই সুযোগ তৈরি করবে বলে তাদের বিশ্বাস।
মন্তব্য করুন