

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আফিন্দীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে পুনরায় প্রাথমিক সদস্য পদে বহাল করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নুরুল হক আফিন্দী দলের কাছে আবেদন করার পর পুনর্বিবেচনার ভিত্তিতে তার বহিষ্কারাদেশ বাতিল করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এখন থেকে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠির একটি অনুলিপি বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ জি কে গউছের কাছেও পাঠানো হয়েছে।
মন্তব্য করুন