

ক্যানসার আক্রান্তের মিথ্যা অভিনয় করতে তিনি নাকের ভেতর আইফোনের তার ঢুকিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। উদ্দেশ্য ছিল পরিবার-পরিজন ও শুভাকাঙ্ক্ষীদের সহানুভূতি আদায়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া।
আর সে উদ্দেশ্যে সফলও হন আয়াল্যান্ডের কিংবদন্তি হালিং খেলোয়ার ডিজে কেয়ারি। দেশটির শীর্ষ ধনীসহ পরিচিত অনেকের কাছ থেকেই হাতিয়ে নেন অন্তত ৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি ৬৫ লাখ টাকা।
কিন্তু শেষমেশ সেই প্রতারণা ধরা পড়লে তাকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। কেয়ারির এমন প্রতারণার খবরে চমকে গেছেন তার ভক্ত ও সমর্থকরা। এর আগে তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত একের পর এক ভুয়া হাসপাতালের ছবি ব্যবহার করে প্রতারণার জাল বিছিয়েছিলেন।
আর এসব ভুয়া ছবির ওপর ভরসা করে ডিজের বন্ধুবান্ধব ও পরিবার তাকে বিপুল অর্থ সহায়তা দেন। আদালতে তিনি ১০টি প্রতারণার অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ডাবলিন সার্কিট ক্রিমিনাল কোর্টে তিনি স্বীকার করেন, ব্যাংক ঋণের চাপ থেকে বাঁচতেই পরিকল্পিতভাবে এই মিথ্যা নাটক সাজিয়েছিলেন।
এ সময় বিচারক কেয়ারিকে সহায়তাকারী প্রত্যেকের প্রশংসা করলেও মানুষের সহমর্মিতা ও বিশ্বাস নিয়ে প্রতারণার দায়ে তাকে ভর্ৎসনা করেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন