

লাতিন আমেরিকার জ্বালানি তেলসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ওয়াশিংটনের চাওয়া পূরণ করতে বলবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। হুঁশিয়ারি দিয়ে রুবিও বলবেন, চাওয়া পূরণ না হলে তাকেও ভেনেজুয়েলা থেকে তুলে আনা প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর পরিণতি ভোগ করতে হবে।
গতকাল বুধবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির সামনে এ কথা বলবেন মার্কো রুবিও। তার বক্তব্যের একটি খসড়া এএফপির হাতে এসেছে। সেখানেই ডেলসির প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন হুঁশিয়ারির কথা উল্লেখ রয়েছে।
‘ডেলসি রদ্রিগেজ, যিনি আগে (ভেনেজুয়েলার) ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট—মাদুরোর পরিণতি সম্পর্কে ভালোভাবেই জানেন’—কমিটিকে এমনটাই বলতে যাচ্ছেন মার্কো রুবিও।
মন্তব্য করুন