কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দীর্ঘ দেড় বছর বাংলাদেশের জার্সি গায়ে মাঠে দেখা যায়নি সাকিব আল হাসানকে। কয়েকবার ব্যর্থ হওয়ার পর এবার সাকিবকে জাতীয় ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজনৈতিক পরিস্থিতির কারণে এত দিন দেশের বাইরে থাকা সাবেক এই অধিনায়ককে আসন্ন পাকিস্তান সিরিজগুলোতে খেলার জন্য বিবেচনায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবির লক্ষ্য, আসন্ন মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবের প্রত্যাবর্তন ঘটানো।

আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডেও শুরু থেকেই সাকিবকে ফেরানোর একটি নীরব আগ্রহ ছিল। বিষয়টি নিয়ে পরিচালকদের মধ্যে একাধিকবার অনানুষ্ঠানিক আলোচনা হলেও আনুষ্ঠানিকভাবে বোর্ড সভায় প্রথমবার তা উঠে আসে গত ২৪ জানুয়ারি।

সভার পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, সাকিবকে পুনরায় জাতীয় দলে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফর্ম ও ফিটনেস সন্তোষজনক হলে নির্বাচকরা তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবেন।

একই সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

সাকিবকে ফেরানোর প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা জানতে চাইলে আসিফ আকবর বলেন, এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।

সেই সিরিজই দেশের হয়ে সাকিবের শেষ সিরিজ হবে কি না—জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক। এরপর সে খেলা চালিয়ে যাবে কি না, সেটা তার সিদ্ধান্ত।

এদিকে বিসিবিও মনে করে, জাতীয় দলের হয়ে সাকিবের খেলায় কোনো বাধা থাকা উচিত নয়। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদানকে সম্মান জানিয়ে তাঁর দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার ইচ্ছা পূরণ করা উচিত।

সাকিব আল হাসান আগেও দেশে ফিরে আবার জাতীয় দলে খেলতে আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব। ওই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন।

সাকিব চেয়েছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে। তবে সে সময় তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি রাজনৈতিক বিরোধীদের প্রতিক্রিয়ার শঙ্কাও ছিল। এসব কারণেই ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড চাইলেও সাকিবের সেই ইচ্ছা পূরণ করতে পারেনি।

বাংলাদেশে পাকিস্তান দল সিরিজটি খেলবে দুই ভাগে। মার্চে তিন ওয়ানডের সিরিজ খেলে ফিরে যাবে দেশে। ২৬ মার্চ থেকে শুরু পিএসএল শেষ হওয়ার পর দুই টেস্টের সিরিজ খেলতে আবার বাংলাদেশে আসবে মে মাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ : ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৫

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলে আনন্দঘন স্পোর্টস ডে

৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা এনসিপির

ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে : আমিনুল হক

জাপানিদের যে অভ্যাসগুলো আপনাকেও রাখবে সুস্থ ও কর্মচঞ্চল

একযোগে বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

আঙুর ফল খাওয়া যে ৫ ধরনের মানুষের জন্য ঝুঁকিপূর্ণ

ঝিনাইদহ-৪ আসনে একের পর এক আচরণবিধি লঙ্ঘন, নির্বিকার প্রশাসন

জয়ার সাফল্যের আরেক অধ্যায়

হঠাৎ যশোর আইটি পার্ক রিসোর্ট বন্ধে দিশাহারা ৬৪ কর্মী

১০

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

১১

শুক্রবার ছড়ানো গুজবে স্বর্ণের দামে বড় পতন

১২

সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

১৩

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে আটকা শত শত যানবাহন

১৪

বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান

১৫

মিমির পাশে শুভশ্রী

১৬

৫০তম বিসিএসের প্রিলি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন

১৭

বুয়েট ভর্তি পরীক্ষায় দেশসেরা গজারিয়ার আকিফ

১৮

৭ ফেব্রুয়ারি জন্মভূমি সিলেটে যাবেন জামায়াত আমির

১৯

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে অত্যাধুনিক থার্মাল ড্রোন ব্যবহার শুরু

২০
X