

হাসির ঝড়, ভুল বোঝাবুঝির দঙ্গল আর কাল্ট সংলাপের স্মৃতি—সব মিলিয়ে বলিউডের কমেডি সিনেমার ইতিহাসে এক অনন্য নাম ‘হেরা ফেরি’। বহু প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ঘিরে যখন অনিশ্চয়তার কুয়াশা জমেছিল, তখনই যেন ভক্তদের আশার প্রদীপ নিভে যেতে বসেছিল। কিন্তু নাটকীয় মোড় এনে অবশেষে নীরবতা ভাঙলেন নিজেই ‘বাবু রাও’ খ্যাত অভিনেতা পরেশ রাওয়াল। তার ইঙ্গিতেই ফের জেগে উঠেছে পুরোনো উত্তেজনা—তাহলে কি সত্যিই ফিরছে সেই আইকনিক ত্রয়ী, আর শুরু হচ্ছে নতুন হাসির মহাযজ্ঞ?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছিল যে, অক্ষয় কুমারের সঙ্গে পরেশ রাওয়ালের সম্পর্কের অবনতি ঘটেছে এবং পরেশ ছবিটি ছেড়ে দিয়েছেন। এমনকি অক্ষয় কুমার তার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছেন- এমন খবরও ভাইরাল হয়েছিল। এদিকে ‘দ্য কমেডি ফ্যাক্টরি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এই বর্ষীয়ান অভিনেতা সব জল্পনা উড়িয়ে দিয়েছেন।
পুরো বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরেশ রাওয়াল রসিকতা করে বলেন, ‘ছবিটি নিয়ে যা যা রটেছিল, তা ছিল অনেকটা কচ্ছপ ধূপের মতো। বিনা কারণেই অনেক কিছু ছড়িয়ে পড়েছিল।’
তিনি আরও বলেন, ‘এমনও শোনা গিয়েছিল যে অক্ষয় আমার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করেছে। কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটেনি। সমস্যা যা ছিল তা ছিল প্রযোজক ও অভিনেতাদের মধ্যে, আমার সঙ্গে কারো কোনো বিবাদ হয়নি। এখন সবকিছু ঠিকঠাক আছে। সব চূড়ান্ত হয়ে গেলেই আমি কাগজে সই করে দেব।’
সব জটিলতা কাটিয়ে আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই ফ্লোরে গড়াচ্ছে ‘হেরা ফেরি ৩’। যেখানে আবারও চিরচেনা রূপে ধরা দেবেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল। ২০০০ সালে পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে বলিউডে কমেডি ঘরানার নতুন ধারা তৈরি করেছিল ‘হেরা ফেরি’।
এরপর ২০০৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। দীর্ঘ ১৮ বছর পর বড় পর্দায় আবারও রাজু, শ্যাম ও বাবু রাওয়ের রসায়ন দেখার জন্য মুখিয়ে আছে দর্শক।
মন্তব্য করুন