বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
প্রিন্ট সংস্করণ

ইরানে হামলা হলে কী হবে

বিবিসির বিশ্লেষণ
ইরানে হামলা হলে কী হবে

যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানে সামরিক হামলা চালাতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। কোন জায়গাগুলো হামলার লক্ষ্য হতে পারে, তা সহজেই অনুমেয়। কিন্তু এই হামলার ফল কী হতে পারে, সেটাই সবচেয়ে অজানা এবং উদ্বেগজনক প্রশ্ন। তেহরানের সঙ্গে শেষ মুহূর্তে কোনো সমঝোতা না হলে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলে, কী হতে পারে তার সাতটি ভিন্ন ভিন্ন রূপ, বিবিসির বিশ্লেষণের আলোকে:

যদি যুক্তরাষ্ট্র ইরানের নির্দিষ্ট সামরিক স্থাপনায়, যেমন আইআরজিসি ও বেসিজ বাহিনীর ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও পারমাণবিক স্থাপনাগুলোতে লক্ষ্যভিত্তিক, সীমিত এবং সুনির্দিষ্ট হামলা চালায়, তবে তার ফলে ক্ষমতাসীন সরকার ধসে পড়তে পারে।

এই পরিস্থিতিতে একটি দুর্বল, জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠী চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়তে পারে। এরপর রাজনৈতিক শূন্যতার জায়গা থেকে ধীরে ধীরে একটি নতুন সরকার গঠিত হতে পারে, যা গণতান্ত্রিক পথে পরিচালিত হবে। তবে এই আশাব্যঞ্জক চিত্র বাস্তবে খুবই কঠিন। অতীতে ইরাক ও লিবিয়ায় দেখা গেছে, পশ্চিমা হস্তক্ষেপ শাসকদের সরালেও সেখানে গণতন্ত্র গড়ে ওঠেনি।

যুক্তরাষ্ট্রের হামলার পর সরকার পুরোপুরি না গেলেও চাপে পড়ে কিছু নীতি পরিবর্তন করতে বাধ্য হতে পারে। এটি অনেকটা ‘ভেনেজুয়েলান মডেল’ নামে পরিচিত। ইরানের ক্ষেত্রে এর মানে হলো—শাসকগোষ্ঠী টিকে থাকবে; কিন্তু তাদের মধ্যপ্রাচ্যজুড়ে মিলিশিয়া সমর্থন, পারমাণবিক কর্মসূচি এবং বিক্ষোভ দমনের কৌশলে কিছুটা পরিবর্তন আসতে পারে। কিন্তু বাস্তবতা বলছে, ১৯৭৯ সাল থেকে ইসলামী প্রজাতন্ত্র যেভাবে ক্ষমতা ধরে রেখেছে, তাতে তাদের আচরণে মৌলিক পরিবর্তন আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।

সরকার পতনের পর সামরিক শাসন প্রতিষ্ঠা যা সবচেয়ে সম্ভাব্য দৃশ্য। ইরানে সরকারবিরোধী আন্দোলন নিয়মিত শক্তি অর্জন করলেও, সেনাবাহিনী ও নিরাপত্তা কাঠামো এখনো সুসংগঠিত ও নিষ্ঠুরভাবে সক্রিয়। সরকার ধ্বস্ত হয়ে গেলে আইআরজিসি ক্ষমতার শূন্যতা পূরণ করতে এগিয়ে আসতে পারে। এর ফলে দেশটি গণতন্ত্রের পথে নয়, বরং কঠোর সামরিক শাসনের অধীনে চলে যেতে পারে।

ইরানের হাতে রয়েছে বিভিন্ন পাহাড়ি অঞ্চল ও গোপন ঘাঁটিতে মজুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। যুক্তরাষ্ট্রের বাহরাইন ও কাতারে থাকা ঘাঁটি কিংবা জর্ডানের মতো অন্য সহযোগী দেশগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনাও হামলার লক্ষ্য হতে পারে।

২০১৯ সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনাগুলোর ওপর ইরান-সমর্থিত মিলিশিয়াদের হামলা এই ভয়কে বাস্তবে রূপ দিয়েছিল।

ইরান অতীতে (১৯৮০-৮৮) পারস্য উপসাগরে সমুদ্র-মাইন বসিয়েছিল। হরমুজ প্রণালি, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পণ্য পরিবহনের পথ, সেখানে যদি আবার মাইন বসানো হয়, তবে বিশ্ববাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

ইরান এরই মধ্যে এই রকম কৌশলগত মহড়া চালিয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে তারা দ্রুত মাইন বসিয়ে সারা পৃথিবীর জ্বালানির প্রবাহে বড় ধাক্কা দিতে পারে।

ইরানের আইআরজিসি অনেকদিন ধরেই ক্লাস্টার আক্রমণ কৌশল অনুশীলন করে আসছে। একযোগে প্রচুর ড্রোন ও দ্রুতগতির নৌকা দিয়ে যুক্তরাষ্ট্রের এক বা একাধিক যুদ্ধজাহাজে আঘাত হানা তাদের যুদ্ধকৌশলের অন্যতম রূপ।

যদি কোনো মার্কিন যুদ্ধজাহাজ ডুবে যায় এবং তার কিছু নাবিক জীবিত অবস্থায় ধরা পড়ে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য তা হবে এক ভয়াবহ কূটনৈতিক অপমান।

ইতিহাসে এমন দৃষ্টান্ত রয়েছে, ২০০০ সালে আল-কায়েদার হামলায় ইউএসএস কোল ধ্বংস হয়েছিল।

সবচেয়ে উদ্বেগজনক এবং ভয়ংকর হলো যদি সরকার সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, তবে দেশে দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ, জাতিগত সহিংসতা ও মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩

নীরবতা ভাঙলেন পরেশ রাওয়াল 

ক্ষমতায় গেলে জামায়াত কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটি জঘন্য মিথ্যাচার : শফিকুর রহমান

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ‘ইমার্জেন্সি অপশন’ হতে পারেন স্টিভ স্মিথ

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

কিশোরীকে ধর্ষণ, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি

বিশ্বকাপে না যাওয়া ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট

শেরপুরে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

১০

যেসব কারণে বিশ্বজুড়ে বাড়ছে স্বর্ণের দাম

১১

রাজধানীতে বাসে আগুন

১২

হাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

১৪

কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন

১৫

দেশে স্বর্ণের দাম কমলো

১৬

দুপুরে অপহরণ, রাতেই উদ্ধার মুগদার সেই শিশু

১৭

পাকিস্তান সিরিজেই জাতীয় দলে ফিরছেন সাকিব!

১৮

৫০তম বিসিএস পরীক্ষা শুরু

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X