বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ০১:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

নিজেদের জন্য সুবিধার বলছে ইউক্রেন

রাশিয়ায় বিশৃঙ্খলা
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

রাশিয়ায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা কিয়েভের জন্য সুবিধার বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। ওয়াগনারের বিদ্রোহের পর শনিবার তারা এ দাবি করেন। খবর বিবিসির।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে ভিডিও ভাষণে বলেন, ‘আজ বিশ্ব যা দেখল তা হলো—রাশিয়ার প্রভুরা কিছু নিয়ন্ত্রণ করে না। কিছুই নয়। শুধু সম্পূর্ণ বিশৃঙ্খলা চলছে।’ এ সময় তিনি ইউক্রেনের মিত্রদের এ মুহূর্তটি ব্যবহার করতে এবং কিয়েভে আরও অস্ত্র পাঠাতে অনুরোধ করেন। এ ছাড়া ভাড়াটে ওয়াগনার বাহিনী দেশের ভেতরে আকস্মিক বিদ্রোহের ঘোষণা দেওয়ায় কিছুটা উল্লাসই প্রকাশ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়ার দুর্বলতা সুস্পষ্ট হয়েছে।’ এ ছাড়া মস্কো ইউক্রেনে তার সৈন্য ও ভাড়াটে সৈন্যদের যত দীর্ঘসময়ের জন্য রাখবে, দেশের ভেতরে বিশৃঙ্খলা তত বেশি হবে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। এ ছাড়া রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদেরই ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মুখোমুখি অবস্থানের ইস্যুটিকে পুঁজি করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার সেনাবাহিনী কিছু অর্জন করতে সক্ষম হয় কি না, সেটি এখনো দেখার বাকি রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। গত শুক্রবার বিদ্রোহের পর রাতে ইউক্রেন থেকে রাশিয়ার রোস্তোভ প্রদেশে প্রবেশ করেন ওয়াগনার সেনারা। পুরো বাহিনীকে নেতৃত্ব দেন প্রিগোজিন নিজে। প্রথমে তারা রোস্তোভের সেনাবাহিনীর সদর দপ্তর দখল করেন। এরপর মস্কোর দিকে অগ্রযাত্রা শুরু করেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রুশ বাহিনী যে কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছেন, সেটি রোস্তোভের এই সদর দপ্তর থেকেই পরিচালনা করা হতো। এ ছাড়া ওয়াগনার সেনারা যেন কোনোভাবেই মস্কোতে প্রবেশ করতে না পারে, সে জন্য সেখানে আগেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে লোহার ব্যারিকেডও দেওয়া হয়। তবে শনিবার রাতে এক সমঝোতার পর ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধাদের মস্কোর দিকে অগ্রযাত্রা থামানোর নির্দেশ দেন ইয়েভগিনি প্রিগোজিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এক চুক্তি অনুযায়ী এ সিদ্ধান্ত নেন তিনি। এ ছাড়া এ চুক্তির ফলাফল হিসেবে রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন প্রিগোজিন।

এদিকে শনিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে উদ্ধৃত করে রাষ্ট্রচালিত ইউক্রিনফর্ম নিউজ এজেন্সি জানিয়েছে, ‘শত্রু ভূখণ্ডে যে কোনো বিশৃঙ্খলা আমাদের স্বার্থে কাজ করে।’ রয়টার্স বলছে, প্রেসিডেন্ট পুতিন প্রিগোজিনের কর্মকাণ্ডকে ‘রাশিয়ার প্রতি আঘাত’ বলে অভিহিত করেছেন; কিন্তু এ ধরনের কর্মকাণ্ডে তার শাসন হুমকির মুখে পড়ার কোনো তাৎক্ষণিক লক্ষণ ছিল না।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পুতিনের অনুগত মিত্র সের্গেই শোইগুর নেতৃত্বেই চলছে এবং সপ্তাহান্তের এসব ঘটনার পরও তিনি নীরব ছিলেন।

রাশিয়ার এ ঘটনা প্রবাহের পর ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী কুলেবা প্রাথমিকভাবে বলেছিলেন, রাশিয়ার এ পরিস্থিতি ইউক্রেনের জন্য কেমন হবে তা এখনই বলা যাবে না। পরে তিনি মস্কোর পরিস্থিতি এবং কিয়েভের পাল্টা আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনে কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিবিসি বাংলার প্রতিবেদন / বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় কলকাতা

সীমান্ত দিয়ে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন নুরুদ্দিন অপু

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত 

শিপিং করপোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান থাকতে হবে : প্রধান উপদেষ্টা 

ঢাকার তিন জায়গায় সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট

জামায়াত প্রার্থীর সভায় আ.লীগ নেতার বক্তব্য

রাফসান-জেফারের বিয়ের ছবি প্রকাশ্যে

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

১০

ক্ষমা চাইলেন সিমিওনে

১১

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

১২

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

১৩

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

১৪

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের যা বললেন প্রধান উপদেষ্টা 

১৫

বলিউড থেকে বিদায় নেবেন আনুশকা শর্মা!

১৬

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

সায়েন্সল্যাব অবরোধ

১৮

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

১৯

অভিমানে ফাঁস নিলেন আসিফ‎

২০
X