ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ রোগী। বেশির ভাগ রোগী ঢাকা, সাভার ও গাজীপুরে অবস্থান করার সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাড়তি রোগী সামলাতে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। রোগীদের মধ্যে উদাসীনতা দেখা গেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা হাসপাতালের বেডে মশারির বাইরে থাকতে দেখা গেছে। ডেঙ্গু ওয়ার্ডের ভেতরে ৪৩ রোগী চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে ৩৮ রোগীর বিছানায় মশারি টানানো ছিল না। মশারি পাশে রেখে রোগীদের পাশাপাশি স্বজনরাও আক্রান্ত রোগীদের পাশে বসে গল্প করছিলেন।
গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৪৩ জন রোগী। যার মধ্যে ৩১ পুরুষ ও ১০ মহিলা এবং দুজন শিশু। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ রোগী।
গত সাত দিনের হিসেবে দেখা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ১৮৫ নতুন রোগী ভর্তি হয়েছে। বিপরীতে ১৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ওয়ার্ডের নার্সদের দাবি, রোগীরা মশারির ভেতরেই অবস্থান করে। মাঝে মাঝে সরিয়ে রাখলেও তাদের মশারির ভেতর অবস্থান করতে বলা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতি বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগী বেশি থাকে। এবার শুরুতে কম থাকলেও এখন কিছুটা ডেঙ্গু রোগী বেড়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন ৪৩২ জন। এর মধ্যে দুজন মারা গেছেন। ২০২৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ৩ হাজার ৭২০ ডেঙ্গু রোগী। এর মধ্যে মৃত্যু হয় ১৩ জনের।
গত বৃহস্পতিবার সরেজমিন টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কাকরাইত হাফিজা খাতুনকে (৪০) মশারি ছাড়াই বিছানায় বসে থাকতে দেখা যায়। তার পাশেই ছিলেন ছেলের বউ ও এক স্বজন। তিনি জানান, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ছয় দিন ভর্তি রাখার পর গত সোমবার ডেঙ্গু শনাক্ত হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শরীরে অস্বস্তি বোধ করায় কথাও বলতে কষ্ট হচ্ছিল তার। তার দাবি, গরমের কারণে মশারি খুলে রেখেছেন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বারহা গ্রামের আরাফাত হোসেন (পিয়াম)। তিনি বলেন, সাভারের আশুলিয়া এলাকায় একটি এনজিওতে চাকরি করি। গত বৃহস্পতিবার থেকে শরীর অসুস্থ বোধ করতে শুরু করলে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই। মশারি কেন টানাননি জানতে চাইলে তিনি বলেন, তার শরীরে স্যালাইন চলছিল। স্যালাইন শেষ হওয়ার পর মশারি টানাবেন।
ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের বাসিন্দা আল-আমিন (২৫) পুরান ঢাকায় চাকরি করেন। মশারির ভেতরে শুয়ে তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর কর্মস্থলে গিয়ে শরীরে তীব্র যন্ত্রণা শুরু করলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসকের কাছে যান। পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু। প্লাটিলেট কমতে থাকায় বুধবার ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন। এখন অনেকটা ভালো বোধ করছেন।
জামালপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের রফিকুল ইসলাম (২৫) তার বিছানায় মশারি ছিল না। তার পাশের দুটি বেডে মা, শাশুড়িসহ চারজন বসেছিলেন। বিছানায় স্যালাইন চলছিল রফিকুল ইসলামের। তিনি বলেন, সাত দিন অসুস্থ থাকার পর শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছি। শরীর বেশি খারাপ থাকায় মশারি টানাইনি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ডেঙ্গু ওয়ার্ডের ফোকালপারসন মহিউদ্দিন খান মুন কালবেলাকে বলেন, গত ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগী বাড়তে শুরু করে। বেশিরভাগ রোগী ঢাকা থেকে আগত। প্রতি বছর জুন থেকে ডিসেম্বরে ডেঙ্গু রোগী বাড়ে। সেটি মাথায় রেখে আগে থেকে ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুত, চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল, ওষুধপত্র প্রস্তুত করা হয়। ডেঙ্গু মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে। আশা করছি পরিস্থিতি মোকাবিলা করতে পারব।
তিনি আরও বলেন, আক্রান্ত রোগীদের থেকে রোগটি ছড়াতে পারে, সেজন্য রোগীদের অবশ্যই মশারির মধ্যে থাকতে বলা হয়। হাসপাতাল থেকে মশারিও সরবরাহ করা হয়। তার পরও সচেতনতার অভাবে অনেক সময় রোগীরা মশারির বাইরে থাকেন। মশারি টানানো নিশ্চিত করতে নার্সদের প্রতি কঠোর নির্দেশনা রয়েছে।
এদিকে ময়মনসিংহ নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি এবং ডেঙ্গু চোখ রাঙালেও এখনো কার্যকরী কোনো পদক্ষেপের দেখা নেই সিটি করপোরেশন। এমন অভিযোগ বাসিন্দাদের। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘চলমান মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় শিগগিরই চালু করা হবে ক্রাশ প্রোগ্রাম। আশা করি, গতবারের মতো এবারও ডেঙ্গু মোকাবিলা করতে সক্ষম হবো।’