

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ৭৬টি অংশগ্রহণকারী ক্লাবকে নিয়ে বিশেষ এক চা-চক্রের আয়োজন করা হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিথুন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের একত্রিত করে বর্তমান পরিস্থিতি, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
বিসিবির সিসিডিএম ইনচার্জ মহিউদ্দিন বিল্লাহ (রাসেল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমন্ত্রণপত্র খুব শিগগিরই সংশ্লিষ্ট সবার নিকট পাঠানো হবে। একইসঙ্গে প্রতিটি ক্লাবকে অনুরোধ জানানো হয়েছে—তারা যেন নিজেদের সভাপতি বা সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করে অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি নিশ্চিত করেন।
চা-চক্রের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা, গুলশান-২ এর দ্যা ওয়েস্টিন ঢাকা হোটেলে।
ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের দলসংখ্যা, প্রতিযোগিতার ঘনত্ব এবং ক্রিকেটারদের কল্যাণ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে বিসিবি ও কোয়াবের এমন উদ্যোগকে ক্লাবগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ও উন্নয়নমূলক পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন