নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভোটারদের সুষ্ঠুভাবে ভোট প্রদানের ব্যবস্থা করতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে আবেদন করেছেন তিন স্বতন্ত্র প্রার্থী।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন আড়াইহাজার পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও মেহের আলী মোল্লা (নারিকেল গাছ)।
আবেদনে উল্লেখ করা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মেয়র সুন্দর আলীর লোকজন নানা কৌশলে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। এমনকি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতারাও স্বতন্ত্র প্রার্থী সমর্থিত লোকজনকে কোনো কেন্দ্রে এজেন্ট দিতে দেবেন না বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন।
মন্তব্য করুন