জামালপুরে পৃথক ঘটনায় দুজন মারা গেছেন। এর মধ্যে একজন শহরের বানিয়াবাজার এলাকায় ও অন্যজন শহরের হাঁট চন্দ্রা এলাকায় মারা যান।
জানা গেছে, গতকাল রোববার বিকেলে বৃষ্টিতে ভিজে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে জামালপুর পৌর শহরের বানিয়াবাজার এলাকার আব্দুল খালেক নামে একজন বজ্রপাতের বিকট শব্দে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে মারা যান।
খালেক ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে শখের বশে বৃষ্টিতে ভিজে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। অন্যদিকে শহরের হাঁট চন্দ্রা এলাকার মোফাজ্জল নামে এক কৃষক ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। এ সময় তার ২টি গরুও মারা যায়।
মন্তব্য করুন